Home » আবারও ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি , সর্তকতায় দিঘায় মাইকিং প্রশাসনের

আবারও ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি , সর্তকতায় দিঘায় মাইকিং প্রশাসনের

by Biplabi Sabyasachi
0 comments

Weather news

আরও পড়ুন ঃঝাড়গ্রামে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগ পড়ুয়াদের

পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘যশ’ (Yass) -এর রেশ কাটতে না কাটতেই ফের ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। তাই ইতিমধ্যে সমুদ্রে (Sea) উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করেছে প্রশাসন। সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলা প্রশাসন, দিঘা(Digha) থানা ও দিঘা মোহনা (Digha mohana) থানার পক্ষ থেকে ইতিমধ্যে মাইকিং(Miking) প্রচারের মধ্যে দিয়ে সর্তকতা জারি করা শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের অতি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের (cyclone) আকার ধারণ করে উপকূলে ধেঁয়ে আসছে।

নিজস্ব চিত্র

আর তার জেরে সমুদ্রের (Sea) জলোচ্ছ্বাস ও সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক সে কারণেই আগামীকাল বিকাল থেকে প্রবল জলোচ্ছাসে হতে পারে ।সেই মতো প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি সমুদ্রে (Sea) মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া ইতিমধ্যে নবান্নের (Nabanna) তরফে জেলা ও মহকুমা প্রশাসন’কে সর্তক করা হয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১০ই জুন থেকে ১৪ ই জুন পযর্ন্ত বঙ্গোপসাগরীয় (নিম্নচাপের হাত ধরে বাংলায় প্রবেশ করবে বর্ষা। তবে তার আগেই আজকের এই দুর্যোগ সম্পর্কে সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ ভরা কোটাল আরও বেশি বাড়তে পারে দুর্যোগের দাপট। এছাড়াও জানান দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম , উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ,বীরভূম, জলপাইগুড়ি সহ একাধিক এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। তাছাড়া ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানানো হয়েছে, মূলত আকাশ থাকবে মেঘলা। বজ্রপাত থেকেও সতর্ক করা হয়েছে মানুষজনকে। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যশ(Yass)-এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, বিপর্যস্ত হয়েছে জনজীবন। তবে পুনরায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস ও ঝড়ের খবরে ফের আতঙ্কিত উপকূলবর্তী এলাকার মানুষ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Weather news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.