Home » ভগবানপুরে নৃশংসতার চিহ্ন , আগুনে পুড়ল বিজেপি নেতার দোকান ও জ্যান্ত গবাদিপশু

ভগবানপুরে নৃশংসতার চিহ্ন , আগুনে পুড়ল বিজেপি নেতার দোকান ও জ্যান্ত গবাদিপশু

by Biplabi Sabyasachi
0 comments

Fire news

আরও পড়ুন ঃ-মেদিনীপুর গেটবাজারে সদ‍্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার , তদন্তে পুলিশ

পত্রিকা প্রতিনিধিঃ গত ২ রা মে এরাজ‍্যে তৃণমূলের জয়ের পর পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে চলে সন্ত্রাস, হামলা, মারামারি। তবে মানুষ মানুষের উপর হামলার পর এবার হামলার স্বীকার হল অবলা গবাদিপশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে
ভগবানপুর ২ব্লকের বাসুদেববেড়িয়া এলাকায়।

জানা গিয়েছে, ভগবানপুর বিধানসভা কেন্দ্রে ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া অঞ্চলে দক্ষিণ পাথরবেড়িয়ায় এলাকার বিজেপি সমর্থক অশোক সী এর  বাড়িতে গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে এবং  দুটো দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, পাশাপাশি নৃশংস ভাবে সঙ্গে গোয়ালে থাকা চারটে গবাদিপশুর গোয়ালে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কোনো প্রকার তিনটে গরু দড়ি ছিঁড়ে পালিয়ে বাঁচলেও বাকি একটি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর ঘটনা ঘিরে আতঙ্কিত হয়ে পড়ে ওই  বিজেপি কর্মীর পরিবারের সদস্যদরা।

এবিষয়ে বিজেপি কর্মী অরুন সী বলেন, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই তাদের বাড়ির দুটো দোকানঘর সহ গবাদিপশু থাকা গোয়ালে আগুন ধরিয়ে দেয়। আর আগুন থেকে ৩ টি গরু দড়ি ছিঁড়ে প্রানে বাঁচলেও একটি গরু আগুনে পুড়ে মারা যায়। তবে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি , সম্প্রতি ও উন্নয়নের কথা বলে পশ্চিমবঙ্গবাসী আস্থা অর্জন করেছেন। তাছাড়া শান্তি , সম্প্রতি ও উন্নয়ন তার তিন মন্ত্র । তাকে যেকোনো ভাবে রক্ষা করতে হবে। তাছাড়া যারা গন্ডগোল করছেন তারা দলীয় নীতি অনুশাসন না মেনেই করছেন। তাছাড়া এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। কিছু সমাজবরোধী মানুষ তারা তাদের স্বার্থে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তাছাড়া দল এই ঘটনা কোনোভাবেই সমর্থন করে না।

এবিষয়ে ভূপতিনগর থানার ওসি বলেন , এই ঘটনা নিয়ে এখনও পযর্ন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তাছাড়া গোয়ালে থাকা লম্ফ থেকে মজুদ খড়ে আগুন লেগে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fire news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.