Home » নন্দকুমার জাতীয় সড়কে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক পথচারীর

নন্দকুমার জাতীয় সড়কে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক পথচারীর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের উপরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সুভাষিনী নাজির (৬৫) নামের এক বৃদ্ধার।সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হেঁড়িয়া ফাঁড়ির অন্তর্গত ঝিনুকখালীতে। Nandakumar Accident, Nandakumar Accident

আরও পড়ুন- মেদিনীপুরের ২৪ জন সহ রেলশহরে আক্রান্ত ৪৭, করোনায় মৃত্যু ৪, জেলায় আক্রান্ত ১৫২ জন

গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক পথচারীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে একটি পর্যটক বোঝাই টাটা সাফারি গাড়ি দিঘা থেকে কলকাতা ফেরার পথে হঠাৎই ঝিনুকখালীতে রাস্তার পাশে থাকা বালির স্তুপে ধাক্কা মেরে ভারসাম্য হারিয়ে রাস্তায় উল্টে যাওয়া মাত্রই রাস্তার পাশ দিয়ে যাওয়া এক পথচারী মহিলা ওই উল্টে যাওয়া গাড়িতে চাপা পড়ে যায়।এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।তবে এই ঘটনাটি দেখতে পাওয়া মাত্রই স্থানীয়রা ছুটে এসে গাড়িতে থাকা পর্যটকদের উদ্ধার করে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।তবে এই ঘটনার জাতীয় সড়কে ব্যপক যানজট সৃষ্টি হয়।এরপর ঘটনার খবর পাওয়া মাত্রই হে‍ঁড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়।পাশাপাশি গাড়িকে আটক করে থানায় নিয়ে আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.