Marine fish
আরও পড়ুন ঃ–পঞ্চায়েত অফিসে বিক্ষোভ এসইউসিআই-এর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে
পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় (Digha) মোহনা মৎস্য আড়ৎ-এ এল দেড় কুইন্ট্যাল ওজনের একটি সামুদ্রিক কই। আর সেই বিশালাকৃতির কই মাছকে দেখতে ভিড় জমিয়েছেন ব্যবসায়ী থেকে পর্যটকেরা।
আরও পড়ুন ঃ–বেপোরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় খড়্গপুরে যুবককে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
জানা গিয়েছে, দিঘার মৎস্যজীবী (Fisherman) অশোক সাউ ট্রলার ও তার সঙ্গীদের সঙ্গে নিয়ে মাছ সংগ্রহের তাগিদে ওড়িশার পারাদ্বীপে হাজির হয়। এরপর মাছ ধরতে ধরতে আচমকাই তার জালে একটি বিশালাকৃতির কই মাছ ধরা পড়ে। এরপর তিনি সেই মাছটিকে উদ্ধার করে ট্রলারে চাপিয়ে বুধবার সকালে দিঘা মোহার মৎস্য আড়ৎ-এ এসে হাজির হয়।এরপর দেড়শো কেজি ওজনের বিশাল কই ভোলা সামুদ্রিক মাছ ঘিরে হইহই কান্ড দিঘা মোহনার মাছ বাজারে।এরপর আড়ৎ-এ মাছটি(Fish) নিলাম হলে ৩৫ হাজার টাকায় উত্তর ২৪ পরগনা জেলার এক মৎস্যজীবী(Fisherman) মাছটিকে কিনে নেন। তবে এবিষয়ে মৎস্যজীবী অশোকবাবু বলছেন, ‘‘ট্রলার(Trawler) নিয়ে বেরিয়ে এমন মাছ উঠবে আশা করতে পারিনি। তাছাড়া এভাবে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব ভাবিনি৷’’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Marine fish
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore