Dance to the death of old woman
আরও পড়ুন ঃ- বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার, অমিত কুমারের জায়গায় এলেন ইন্দিরা মুখোপাধ্যায়
পত্রিকা প্রতিনিধি: দিঘা থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের বাসিন্দা মহেশ্বরী চন্দ। খুব অল্প বয়সে বিয়ে করে সংসারকে সন্তান স্নেহে একান্নবর্তী পরিবারকে আগলে রেখেছিলেন। ১২০ বছর বয়সি ওই মহিলার কমবেশি ৫৬ জন নাতি ছিলেন। জীবনে তেমন রোগ ভোগও করেননি। তবে আচমকাই পরলোকের ডাক অগ্রাহ্য করতে পারলেন না বৃদ্ধা।
তাঁর মৃত্যু নাতি-নাতনি এবং পরিবারের অন্যান্যদের দুঃখ পেলেও কঠিন বাস্তবকে মেনে নিতে বিশেষ সমস্যা হয়নি তাঁরা। প্রয়াত দিদার শেষকৃত্যের হরেক রকম ফুলে সাজিয়ে দেওয়া হয় খাট। রাস্তায় ছড়ানো হল খই, ফুল। ওড়ানো হল আবির, ফাটল আতস বাজি। সেই সঙ্গে ব্যান্ড বাজিয়ে উদ্দাম নাচানাচি করেন নাতি নাতনিরা। শ্মশানের সামনে গিয়ে শেষ হয় নাচানাচি। এমন অভিনব শবযাত্রা অবাক করে দিয়েছে গোটা দিঘাবাসীকে। পর্যটক বা স্থানীয় মানুষ, সকলেই ব্যতিক্রমী কাণ্ড কারখানা দেখে কেউ অবাক হচ্ছেন, আবার তীব্র বিরোধিতা করছেন।
আর পাঁচজন শ্মশানযাত্রীর মতো শুধু খই ছড়ানো হল না। রাস্তায় ছড়ানো হল ফুলও। ওড়ানো হল আবির। ফাটল আতস বাজি। এইটুকু পড়ে অবাক হবেন না। তালিকা আরও লম্বা। শবযাত্রীরা ব্যান্ড বাজিয়ে উদ্দাম নাচানাচি করেন। এভাবেই এগোতে থাকে বৃদ্ধার শববাহী মিছিল। শ্মশানের সামনে গিয়ে শেষ হয় নাচানাচি। এমন অভিনব শবযাত্রা অবাক করে দিয়েছে গোটা দিঘাকে। পর্যটক কিংবা স্থানীয় মানুষ, সকলেই ব্যতিক্রমী কাণ্ড কারখানা দেখে থমকে দাঁড়িয়েছেন। কেউ কেউ অবাক হয়েছেন। আবার কেউ এ ধরনের আচরণের তীব্র বিরোধিতা করছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dance to the death of old woman
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore