Home » হলদিয়ায় মাটির তলা থেকে বেরিয়ে আসা গ্যাসের নমুনা সংগ্রহ করলেন হলদিয়া রিফাইনারি

হলদিয়ায় মাটির তলা থেকে বেরিয়ে আসা গ্যাসের নমুনা সংগ্রহ করলেন হলদিয়া রিফাইনারি

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : হলদিয়ার শিল্পশহরের পাশে সুতাহাটা ব্লকের খড়িবেড়িয়া গ্রামে সদ্য বসানো টিউবঅয়েলের পাইপ থেকে দাহ্য গ্যাস বেরনোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়েকদিন আগেই এঘটনা লক্ষ্য করা গিয়েছিল। শুক্রবার সকালে বেশি গ্যাস বেরনোয় স্থানীয়রা তা পরীক্ষা করে দেখেন। এক উৎসাহী যুবক রান্নার ওভেন এনে মাছ রান্না করে সবাইকে পরীক্ষাও করে দেখান। এঘটনার জেরে লোকজন ভিড় করতে শুরু করেছে বলে জানান প্রাক্তন পঞ্চায়েত প্রধান শেখ শাহনওয়াজ। তিনি জানান, প্রায় মাসখানেক আগে এইচডিএ থেকে ওই এলাকায় টিউবঅয়েলটি বসানো হয়।Haldia News, Haldia News,Haldia News, Haldia News

আজকের পত্রিকা- ১০ অক্টোবর ২০২০, বাং-২৩ আশ্বিন ১৪২৭

টিউব ওয়েলে জলের সাথে রান্নার গ্যাস নমুনা সংগ্রহ করলেন হলদিয়া রিফাইনারি

এই খবর সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যায় জেলা প্রশাসন হলদিয়া রিফাইনারি কে এর নমুনা পরীক্ষার জন্য বললেন। সেই অনুযায়ী শনিবার সুতাহাটার খড়িবেড়িয়া গ্রামে মাটি থেকে বেরনো গ্যাসের নমুনা সংগ্রহ করল আইওসি। এদিন আইওসির জেনারেল ম্যানেজার সমরেন্দ্রনাথ ঝা’য়ের নেতৃত্বে আইওসির ফায়ার এন্ড সেফটি ডিভিশান এবং সেন্ট্রাল ল্যাবের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা বেলুনের মধ্যে গ্যাসের নমুনা সংগ্রহ করেন। ওই সময় যন্ত্রের সাহায্যে মাটি থেকে নির্গত গ্যাসের প্রেসার মাপেন। একটি সাব-মার্সিবল পাম্প থেকে জলের সঙ্গে মাটি থেকে প্রায় দু’মাস ধরে উঠছে ওই গ্যাস। তবে শুক্রবার ওই এলাকার বাসিন্দাদের গ্যাসে রান্না করার ভিডিও ভাইরাল হতেই বিষয়টি সবার নজরে আসে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষের নজরে আসতেই তিনি বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করেন আইওসি কর্তৃপক্ষকে। এদিন সকালে এইচডিএর এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে ঘুরে দেখেন। এইচডিএর তরফে পাম্পের কাছে পাইপ লাগিয়ে আগুন জ্বালাতে নিষেধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ‘‘সুতাহাটার একটি গ্রাম থেকে গ্যাস বেরোনোর খবর পেয়েছি। অবিলম্বে এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারকে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছি। গ্যাসের প্রকৃতি কী, উৎসই কী— তা জানতে এলাকায় বিশেষজ্ঞ পাঠানো হবে।’’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.