আরও পড়ুন ঃ-নন্দীগ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় ২ যুবকের মৃত্যু
পত্রিকা প্রতিনিধিঃ ‘যশ'(Yass) – এর তান্ডবে লন্ডভন্ড হয়েছে পূর্ব মেদিনীপুর (East Medinipur) । আর এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার একাধিক এলাকা। প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম । আর এহেনঅবস্থায় খালের জলে ভেসে আসা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এগরা থানার (Egra Police Station ) দেশবন্ধু গ্ৰাম পঞ্চায়েতের (Deshbandhu gram panchayat) শুনিয়া (Sunia) এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন খালের জলে একটি পেটিতে করে ভেসে আসে ১৬ খানা তাজা বোমা ( 16 fresh bombs)। আর এই ঘটনা স্থানীয়দের নজরে আসতেই চক্ষু চড়কগাছ। তবে ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা থানায় খবর দিলে এগরা থানার পুলিশ ( Egra Police) দ্রুত ঘটনাস্থলে এসে বোমাগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা যাচ্ছে। তবে এই বোমাগুলিকে কোনো জায়গায় মজুত রাখা হয়েছিল। আর সেগুলি জলের স্রোতে ভেসে এসেছে বলে অনুমান স্থানীয়দের। তবে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Egra
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore