Fire
আরও পড়ুন ঃ– মেদিনীপুর শহর লাগোয়া ভাদুতলায় লরির ধাক্কায় মৃত্যু হল যুবকের
পত্রিকা প্রতিনিধিঃ হলদিয়া(Haldia) পেট্রোকেমিক্যালেঅগ্নিকাণ্ডের(Fire)রেশ কাটতে না কাটতেই ফের শিল্পনগরীতে নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হলদিয়ার(Haldia) কসবেড়িয়াতে ইন্ডিয়ান ওয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেড সংস্থাতে(Indian oil petronas pvt ltd)। উল্লেখ্য, এই সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা তরফে গৃহস্থ ও বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাস ভর্তি করে।তবে গতকাল রাত ১০ টা নাগাদ আচমকাই চিমনির আগুন(Fire)চিমনি নিচে চলে আসে। ফলে ওই সংস্থা সংলগ্ন এলাকাতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আর এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্যাস সিলিন্ডার নিতে আসা লরির চালক , খালাসী সহ কারখানা(Factory)কর্মীদের একাংশ। তবে এই ঘটনার পর প্রায় প্রায় ১৫ মিনিটে চেষ্টায় সংস্থার অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে আগুন(Fire) নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় ব্যপকভাবে আতঙ্কিত হয়ে পড়ে সংস্থার কর্মী,আধিকারিক থেকে লরির খালাসী ও চালাকরা।
আরও পড়ুন ঃ– আজকের রাশিফল – ৬ আগষ্ট ২০২১, বাঃ – ২০ শ্রাবণ ১৪২৮
এবিষয়ে সংস্থার এক কর্মী বলেন, এই কারখানা(Factory)কর্তৃপক্ষ শ্রমিক সুরক্ষা ব্যাপারে একদমই উদাসীন। এই ঘটনায় নিজের ভাগ্য জোরে বেঁচে গেছি। আরেকটু হলে গোটা কারখানায় আগুন লেগে যেত।
আরও পড়ুন ঃ– পশ্চিম মেদিনীপুর জেলায় ১৩০ কিমি বাঁধ ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কারে বৈঠক সেচমন্ত্রীর, তোপ দাগলেন শুভেন্দুকে
তবে এই ঘটনার পর ওই সংস্থার প্রধান কার্যালয় নির্দেশে একটি পরিদর্শন দল কারখানা পরিদর্শনে আসে। প্রশাসন সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনা সংস্থার তরফে জেলা(District) বা মহাকুমা(Subdivision) প্রশাসনকে জানানো হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কারখানা(Factory)পরিদর্শনে যান কারখানা পরিদর্শক দেবায়ন দে। তিনি বলেন, রাতে ওই কারখানাতে অগ্নিকাণ্ডের(Fire) ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ’কে বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। সংস্থার আধিকারিক মহ: আলম বলেন, এমন কিছু ঘটনা ঘটেনি তাই জেলা প্রশাসনকে জানানো হয়নি।
আরও পড়ুন ঃ– সিপিএমের প্রাক্তন কাউন্সিলর ও কো অর্ডিনেটরের বিরুদ্ধে শরিক সংগঠনের পোস্টার ঘিরে চাঞ্চল্য খড়্গপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore