Train news
আরও পড়ুন ঃ-দাঁতনে একাধিক বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড
পত্রিকা প্রতিনিধিঃ সারা দেশের পাশাপশি এরাজ্যেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । আর এই করোনা সংক্রমণ মোনকাবিলায় তৎপর রাজ্য সরকার। তাই রাজ্যে করোনা মোকাবিলার লক্ষ্য অনিদিষ্ট কালের জন্য বন্ধ করা হল দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার মেচেদা থেকে দীঘা লোকাল ট্রেন পরিষেবা।
রেল সূত্রে জানা গিয়েছে, রাজ্যেজুড়ে ক্রমশ করোনা সংক্রমণ বাড়ছে। তাছাড়া এই আবহে দীঘা পর্যটন শহরে পর্যটকের সংখ্যা কমেছে। আর সে কারণে মেচেদা দীঘা লোকাল ট্রেনটি বাতিল করল রেল। তবে সকাল ৫ টা ৫০ মিনিটের দীঘা-সাঁতরাগাছি ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। এবিষয়ে নিত্যযাত্রীদের অভিযোগ, সকাল ৭ টা সময় এই লোকাল ট্রেন বন্ধ হয়ে নিত্য অফিস যাত্রী সহ ব্যবসায়ীরা অসুবিধার সম্মুখীন হবেন। তাছাড়া দীঘা হাওড়া বাস করোনা আবহের কারণে এমনিতেই কমে গিয়েছে। যার কারণে বাস প্রায় অমিল।তাই নিত্যযাত্রীদের লক্ষ্য ছিল লোকাল ট্রেনের দিকে। তবে তা এখন বন্ধের মুখে, ফলে চরম সমস্যায় নিত্যযাত্রী সহ ব্যাবসায়ীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Train news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore