CBI issues notice to 5 law clerks including two lawyers of Contai court in East Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা আদালতের দুই আইনজীবী সহ পাঁচজন ল-ক্লার্ককে নোটিস ধরাল সিবিআই৷ ইতিমধ্যে, বুধবার বিকেলে কাঁথি আদালতের এই নোটিস পৌঁছায় ওই আইনজীবী ও ল-ক্লার্কদের কাছে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে কাঁথি আদালতে ৷ সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের সময় কাঁথি-৩ ব্লকের তৃণমূল নেতা নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আরও পড়ুন:- হলদিয়ায় লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে ! বিক্ষোভ আমানতকারীদের
আরও পড়ুন:- ঝাড়গ্রামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর
ওই ঘটনায় নাম উঠে আসে এলাকার বাসিন্দা জন্মেঞ্জয় দোলুইয়ের৷ অন্যদিকে ভোট পরবর্তীতে ওই বিজেপি কর্মী জন্মেঞ্জয় দোলুইকে তুলে নিয়ে গিয়ে পাল্টা বেধড়ক মারধরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর ফাঁকা মাঠে থেকে বিজেপি কর্মী জন্মেঞ্জয় দোলুইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিজেপির পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ সামনে আনা হয়৷মৃত জন্মেঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পাঁচ হাজার শিক্ষকের পেনশন বন্ধ! ডেপুটেশন
আরও পড়ুন:- বেতন বৈষম্যের বিরুদ্ধে মেদিনীপুর হাসপাতালে বিক্ষোভ নার্সেস ইউনিটির
সেই তদন্তের দায়ভার নেয় সিবিআই। ওই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান। সেই মামলায় অভিযুক্তদের জামিনের বণ্ড ছিলেন ওই আইনজীবী ও ল-ক্লাকরা। তাদের নোটিশ দিল সিবিআই। যদিও এবিষয়ে আইনজীবী ও ল-ক্লাকদের কোন প্রতিক্রিয়া মেলেনি। তাছাড়া আজ , বৃহস্পতিবার তাদের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে বিরল অস্ত্রোপচারে গলার শ্বাসনালী থেকে কই মাছ বের করে প্রান ফিরে পেলেন এক যুবক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
CBI Notice
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore