Home » সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্ৰেফতার অভিযুক্ত

সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্ৰেফতার অভিযুক্ত

by Biplabi Sabyasachi
0 comments

Government job

আরও পড়ুন ঃ-সামান্য বৃষ্টিতেই জমছে জল, সাঁকরাইলে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

পত্রিকা প্রতিনিধি: সরকারি চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। পূর্ব মেদিনীপুরের ময়না থানার আরংকিয়ারানা থেকে গ্রেফতার অলোক মাইতি নামে এক ব্যক্তি ।

নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, তিনি কয়েক বছর ধরেই প্রাইমারি, আপার-প্রাইমারি এমনকি গ্রুপ ডির বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণে টাকা তোলেন । অবশেষে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, এর আগেও একাধিক অভিযোগ ছিল অলোকের বিরুদ্ধে এবং তাঁকে জেরা করে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর স্টেটমেন্ট থেকে এবং বেশ কিছু স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তির বয়ান পাওয়া যায়। সেখান থেকে এখনও পর্যন্ত ১৩৫কোটি টাকার হিসেব মিলেছে। এমনকি গত সাত দিনে প্রায় ১৪ লক্ষ টাকা জমা পড়েছে ওই অ্যাকাউন্টে।তবে একজন ব্যক্তি কীভাবে দীর্ঘদিন ধরে কিভাবে সকলের নজর এড়িয়ে এইভাবে টাকা নিয়ে যাচ্ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে একাংশের মনে ।তবে এটাও জানা গেছে, ওই ব্যক্তিকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন অনেকেই।যার ফলে মানুষের মনে অলোকের প্রতি জন্মেছিল বিশ্বাস।আর সেই বিশ্বাসকে হাতিয়ার করে টাকা নিয়ে প্রতারণা করে চলেছিলেন অলোক।

Advertisement
Advertisement

এই প্রতারণা চক্রের সাথে কী কোনো প্রভাবশালী নেতৃত্বরা যুক্ত, তা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। কেউ কেউ বলছেন অলোকের সাথে কোনো প্রভাবশালী নেতৃত্বের যোগ না থাকলে এর আগে চাকরী করিয়েছেন কীভাবে?তবে অলোকের এই প্রতারণা চক্রে কে বা কারা সামিল ছিল তা এখনো স্পষ্ট নয়।বিধানসভা ভোটের আগে এই অলোক মাইতির দুর্নিতী নিয়ে সরব হতে দেখা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে।যদিও স্থানীয় তৃনমুল নেতার দাবি অভিযুক্ত অলোক মাইতি বিধানসভা ভোটের আগে থেকেই দলীয় কাজকর্ম থেকে নিজেকে বিরত রেখেছিলেন।চাকরীর নামে প্রতারণার দাবিতে সরব হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির আবেদন স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্ডার।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Government job

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.