Home » পটাশপুরে প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলার অভিযোগ বর্তমান সভাপতির বিরুদ্ধে

পটাশপুরে প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলার অভিযোগ বর্তমান সভাপতির বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

Allegations Of Attack

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: শুভেন্দু অনুগামী হওয়ায় প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে ব্লক অফিসের মধ্যে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পটাশপুর ১নম্বর ব্লক অফিস চত্বরে। তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল দেখা গেল পটাশপুরে।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে করোনায় সংক্রমিত ৫৫৯ জন, শালবীতে চালু হল কোভিড হাসপাতাল

Allegations Of Attack
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ফের চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ রামনগরে, ঘটনাস্থলে পুলিশ

উল্লেখ্য, শুভেন্দু অনুগামী হওয়ায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর১ নং ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাঝি কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেইসঙ্গে ব্লকের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাড়শঙ্কর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে তিনি স্কুলের কাজের জন্য ব্লক অফিসে গিয়েছিলেন সেখানে অতর্কিতভাবে তাকে টেনে হিচড়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়।

Allegations Of Attack

আরও পড়ুন:- কোলাঘাটে মিষ্টি দোক‍ানের গরম জল পড়ে মৃত্যু শিশুকন্যার ! ক্ষোভে দোকান ভাঙচুর

আরও পড়ুন:- খড়্গপুরের সাঁকোটি এলাকায় রেষারেষির কারণে জাতীয় সড়কে উল্টে গেল বাস ও লরি, জখম ৩০

তার হাতে থাকা ব‍্যাগ ছিনতাই করা হয়। তারপর তাকে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে জোর করে তৃণমূল এর শ্লোগান দিয়ে মিছিলে হাটানো হয় ও অকথ‍্য ভাষায় গালিগালাজ করে মারধর করা হয় । পাশাপাশি তার গাড়িও ভাংচুর করা হয় বলে এমনটাই অভিযোগ । এরপর ঘটনাস্থল থেকে অসুস্থ অবস্থায় পটাশপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। যদিও চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:- মেদিনীপুরে বৃদ্ধাশ্রমে গিয়ে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন, অভিনব উদ্যোগ বিধায়ক জুন মালিয়া-র

Allegations Of Attack


তবে এই মারধরের অভিযোগ রয়েছে বর্তমান ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডার বিরুদ্ধে। এবিষয়ে তাপস কুমার মাঝি বলেন, পটাশপুর ১পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ পন্ডা নেতৃত্বে ব্লক অফিসের ভেতরে তাকে তৃণমূল দলের কর্মীরা মারধর করে। তাছাড়া এখন আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়নি।বর্তমানে আমি এখন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক পদে রয়েছি।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরের রাস্তায় এবার মালিকহীন গরু – মহিষ ঘুরলেই খোয়াড়ে পাঠাবে পুলিশ

অপরদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা বলেন, তাপস মাঝি তৃণমূলে থাকাকালীন একাধিক দূর্ণীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি চাকরি দেওয়ার নামে এলাকার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। আজ ব্লক অফিসে তিনি এলে গ্রামবাসীরা খবর পেয়ে ব্লকে এসে জড়ো হয়ে তাকে ঘিরে ধরেন বিক্ষোভ দেখান। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনভাবে জড়িত নয়।

আরও পড়ুন:- নবম জেলা শিল্প মেলা শুরু মেদিনীপুরে, বসেছে হস্তশিল্পের পসরা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Allegations Of Attack

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.