Distrust
আরও পড়ুন ঃ– স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থান মেদিনীপুর কলেজ চত্বরের রাস্তার একপাশ থেকে সরানো হল হকারদের
পত্রিকা প্রতিনিধিঃ একুশে বিধানসভায় নির্বাচনে এ রাজ্যে তৃণমূল(Tmc)সরকার ক্ষমতায় এলেও একাধিক জায়গায় দেখা গিয়েছে তৃণমূলের(Tmc)গোষ্ঠীকোন্দল।পঞ্চায়েতের ক্ষমতা পেতে অনাস্থা প্রস্তাবের বাড়বাড়ন্তে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপড়েনের ঘটনা ক্রমেই বাড়ছে। আর এহেনঅবস্থায় দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার এগরা(Egra) -২ব্লকের বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ন মান্নার বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল(Tmc) কংগ্রেসের কর্মীরা। শুক্রবার এগরা- ২ বিডিও কৌশিশ রায়ের কাছে তাজপুর(Tajpur) সংসদের নির্বাচিত গ্ৰামপঞ্চায়েত(Gp) সদস্য অশোক দাসের নেতৃত্বে ১১ জন দলীয় পঞ্চায়েত সদস্য তাদের স্বাক্ষরিত অনাস্থা জমা দেন। এরপর ব্লকের বিডিও সেই নিরিখে আগামী ১২আগষ্ট বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে বেলা ১১টায় অনাস্থা সভার নোটিশ জারি করেন।
আরও পড়ুন ঃ– পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পথ দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
উল্লেখ্য, বিবেকানন্দ(Vivekananda) গ্ৰামপঞ্চায়েতের(Gp) ১৮ সংসদের ১১ জন এই অনাস্থা এনেছেন। তবে পঞ্চায়েতের প্রধানের পক্ষে রয়েছেন ৬ জন , ১ জন রয়েছেন বিজেপি(Bjp) সদস্য।প্রসঙ্গত এই অনাস্থা ঘিরে দলের মধ্যে জেলা নেতৃত্ব থেকে ব্লক(Block) পর্যন্ত দুই শিবিরের বিভক্ত। জেলা নেতৃত্বের মধ্যে রাজ্যের মৎস্য মন্ত্রী(Fish Minister) অখিল গিরিরা চান না দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া অনাস্থা আনার। রাজ্য(State) নেতৃত্ব এই মহুর্তে অনাস্থার বিপক্ষে তারা ব্লক ও অঞ্চল নেতৃত্বকে অনাস্থা আনার মুহুর্ত থেকে বাধা দিয়ে আসছেন। ব্লক ও অঞ্চল নেতৃত্বের দাবি প্রধান নিজের সিদ্ধান্তে পঞ্চায়েত চালান, দলের সঙ্গে কোন বিষয়ে আলোচনা করেন না, তার আচরণে সাধারণ মানুষসহ পঞ্চায়েত সদস্যরা ক্ষুব্ধ, তারা পঞ্চায়েতে যেতে আনাগ্রহী,ফলে এমন প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা ছাড়া উপায় নেই।
Distrust
আরও পড়ুন ঃ– পুজোর পর নয়, এখনই খোলা হোক বিদ্যালয়, ছাত্র ও শিক্ষক সংগঠনগুলির দাবি পশ্চিম মেদিনীপুরে
দলের শীর্ষ নেতৃত্ব যদি এ বিষয়ে অনুমতি না দেয় তা দুর্ভাগ্যজনক। আমরা প্রধানের অপসারণ চাই।এক জন আবার বলেই ফেললেন -আচ্ছা রাজ্য নেতৃত্ব তো সাবাজপুট ও মহিষাগোট পঞ্চায়েত প্রধান অপসারণ করতে না বলে ছিল, তা সত্ত্বেও প্রধান অপসারিত হয়েছে আর নতুন প্রধান ও নির্বাচিত হয়েছেন, সুতরাং আমাদের কাজ করে যেতে হবে। এদিকে পঞ্চায়েত প্রধান রাজনারায়ন মান্না বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে আমি এই গ্ৰামপঞ্চায়েতের(Gp) প্রধানের দায়ভার গ্ৰহণ করেছি। আমি দল বিরোধী কোনো কাজ করিনি,আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে, কার্যত আমি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার।আমি ও ছাড়বো না এর শেষ দেখা দেখব জানান তিনি।
আরও পড়ুন ঃ– ফের দিঘা সমুদ্রে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল মৎস্যজীবিরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Distrust
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore