Agriculture Officer
আরও পড়ুন ঃ–উচ্চমাধ্যমিকের মার্কশিট পেতে দীর্ঘ বিলম্ব মেদিনীপুরে , শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ সংসদের সামনে
পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যের মৎস্যমন্ত্রীর অখিল গিরি’র ভাগ্নে পরিচয় দিয়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা কৃষি দপ্তরের কর্মরত গ্ৰুপ ডি’র এক যুবকের বিরুদ্ধে। তবে কৃষি দফতরের আধিকারিককে একাধিক ভাবে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হল ওই কৃষি দফতরের গ্রুপ ডি চুক্তি ভিত্তিক পদে কর্মরত অভিযুক্ত সুমন মাইতি। তবে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, কাঁথির দেশপ্রাণ ব্লকের কৃষি দফতরে গ্রুপ ডি কর্মী হিসাবে কর্মরত ছিলেন কাঁথির পিছাবনি বাসিন্দা সুমন মাইতি।দীর্ঘ দিন ধরে ওই অফিসে কাজ করার পর তিনি নিজেকে মৎস্যমন্ত্রী অখিল গিরির ভাগ্না হিসেবে পরিচয় দিয়ে কৃষি আধিকারিক ও অফিসের অন্যান্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করত বলে অভিযোগ। অফিসে সময় মতো না আসায় ক্রমাগত একাধিক সমস্যার সম্মুখীন হতে হতো অফিস আসা সাধারণ মানুষদের। তবে এই ঘটনার পর কৃষি আধিকারিক নির্মল কুমার দিন্ডা তাকে বারবার এ বিষয়ে সতর্ক করলেও তিনি কোনো কর্ণপাত করেননি।
বৃহস্পতিবার তিনি অফিসে এলে তাকে অফিসের উপস্থিতি খাতায় সাক্ষার না করতে দিলে রীতিমতো আধিকারিককে একাধিক কটুক্তি ভাষায় কথা বলে হুমকি দিতে থাকেন।পাশাপাশি অফিসের আসবাবপত্র, কম্পিউটার সহ নানা সামগ্রী ভাঙচুর করে। আধিকারিককে মুখে, গালে এলোপাথাড়ি ঘুষি মারে। তাঁর জামা ছিঁড়ে দেয় ও অফিসের ল্যাপটপ ভেঙে দেয় বলে অভিযোগ। এরপর ওই কর্মী আচমকাই অফিসে হাজির হয়ে আধিকারিকের উপর চড়াও হয় বলে অভিযোগ। অফিসের কর্মচারী ও সাধারণ মানুষরা মারমুখী কর্মীর হাত থেকে কোন রকমে কৃষি আধিকারিককে উদ্ধার করেন। তাকে একটি রুমের মধ্যে আটকে রেখে কাঁথি থানায় খবর দেওয়া হয়। এরপরই পুলিশ ওই গ্রুপ ডি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর কৃষি আধিকারিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্ত সুমন মাইতি’কে গ্রেফতার করে। আর এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তাজনিত কারণে আধিকারিক ও কর্মীরা শুক্রবার কর্মবিরতির ডাক দেন। তবে ব্লকের কৃষি আধিকারিক ও দেশপ্রাণ ব্লকের বিডিও’র আশ্বাসে অফিসের কাজকর্ম স্বাভাবিক হয়।
কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, দেশপ্রান ব্লকের কৃষি আধিকারিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’’যদিও এখনও পযর্ন্ত রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির কোনো প্রতিক্রিয়া মেলেনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Agriculture Officer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore