Yaas visit
আরও পড়ুন ঃ-বাড়ছে সংক্রমণ ! ১৫ জুন পর্যন্ত বাড়ল রাজ্যের লকডাউন
পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘যশ’ (Yass) -এর তান্ডবে লন্ডভন্ড হয়েছে পূর্ব মেদিনীপুর (East Medinipur) । আর তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ , ঘরছাড়া এখনও একাধিক । এমতবস্থায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী( Prime minister) নরেন্দ্র মোদী(Narendra Modi )। তিনি আকাশপথে পরিদর্শন করবেন পূর্ব মেদিনীপুরের বিধ্বস্ত এলাকা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee ) সঙ্গে বৈঠকও করবেন তিনি। আর এই বৈঠক মুখ্যমন্ত্রীর ( Chief Minister) সঙ্গে মুখোমুখি হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য , আগামীকাল রাজ্যে এসে নিজে পরিস্থিতি খতিয়ে দেখবেন নরেন্দ্র মোদী( Narendra Modi )।হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করবেন তিনি। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee) জানান, রাজ্যে এসে কলাইকুণ্ডায় নামবেন প্রধানমন্ত্রী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata banerjee) সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওড়িশা ( Orissa) ঘুরে দীঘা (Digha ) হয়ে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী ( Prime minister) । আর এদিনই মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সাইক্লোন কবলিত এলাকা পরিদর্শনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata banerjee)
। কলাইকুন্ডায়( Kalaikunda ) বায়ুসেনার ঘাঁটিতে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি।
আর এরপর শুক্রবার থেকেই রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। শুক্রবার হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগণার ( (South 24 Pargana)সাগরে( Sagar) ৷ শেষে তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের দিঘায়( Digha) ৷ আকাশপথে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Yaas visit
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore