Home » এগরায় চলন্ত মারুতি গাড়িতে আগুন, প্রানে বাঁচল গাড়ির চালক

এগরায় চলন্ত মারুতি গাড়িতে আগুন, প্রানে বাঁচল গাড়ির চালক

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: মেদিনীপুর রাজ‍্য সড়কে চলন্ত মারুতিতে লাগল আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক।শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এগরা থানার এগরা স্ক্যান সেন্টার সংলগ্ন এলাকায়।এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় এগরা দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে ততক্ষণে পুড়ে যায় গোটা মারুতি গাড়ি। কি ভাবে গাড়িতে আগুন লাগল তা নিয়ে ধন্দে স্থানীয়রা থেকে দমকল কর্মীরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে এগরা দমকল ও এগরা থানার পুলিশ। egra news, egra news, purba medinipur news, latest bengali news, biplabi sabyasachi news

ছবি- শুভম সিং

জানা গিয়েছে,এদিন সকালে দিঘা থেকে এগরা আসার সময় হঠাৎই এগরা স্ক্যান সেন্টার এর কাছে হঠাৎই চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লেগে যায়।এরপর গাড়িতে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই গাড়িতে থাকা চালক তড়িঘড়ি করে নেমে পড়েন ও পালিয়ে যায়।এদিকে আগুন লাগার কিছু পরেই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়।এরপর মুহূর্তে গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে।এরপর স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনার পর খবর দেওয়া হয় দমকল ও এগরা থানায়।এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এগরার একটি দমকলের ইঞ্জিন। এরপর দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়।এরপর এগরা থানার পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই গাড়িটি কার তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তাছাড়া অল্পের জন্য বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি। প্রাণে বেঁচে যায় গাড়ির চালক।তবে কি করে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা।

আরো পড়ূণ- আজকের পত্রিকা-২৯ আগষ্ট ২০২০, বাংলা- ১২ ভাদ্র ১৪২৭

এবিষয়ে স্থানীয় বাসিন্দা জয়ন্ত সাহু বলেন,একটি মারুতি গাড়িতে ২ টি গ্যাস সিলিন্ডারের মধ্যে একটি সিলিন্ডার বাস্ট হয়ে গিয়েছে।তিনি আরও বলেন, এই জনবসতি পূর্ণ এলাকায় এই ঘটনার খুবই দুঃখজনক ঘটনা।তবে যারা এই সমস্ত গ্যাস গাড়ি চালাচ্ছে তাদের বলব আপনারা সরকারি অনুমতি নিয়ে সরকারি নির্দেশিকা মেনে গাড়ি চালান।তবে গাড়ির মধ্যে কোনো যান্ত্রিক অসুবিধা কারনে গাড়িটিতে আগুন লেগেছে।

আরো পড়ূণ- ফের রেকর্ড সংক্রমণ খড়্গপুরে ,IIT ক্যাম্পাসের ৩ জন সহ শহরে মোট আক্রান্ত ৪৭

এবিষয়ে এগরা দমকলবাহিনীর ওসি নিমাই ব্যানার্জি বলেন,গাড়িতে আগুন লাগার ঘটনাটি আমাদের কাছে এসে পৌঁছানো মাত্রই আমরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিভিয়েছি। তবে গাড়িতে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা সম্ভব হয়নি ।তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.