পত্রিকা প্রতিনিধি : রেড জোন পূর্ব মেদিনীপুরে নতুন করে করোনা আক্রান্তের মেলে। জানা যায় ওই করোনা আক্রান্ত রোগী পরিযায়ী শ্রমিক । বাড়ি এগরা থানার সাহাড়া গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামে ।পরিবার সূত্রে খবর সম্প্রতি ওই যুবক হায়দ্রাবাদ থেকে বাড়ি ফিরে আসেন ।বাড়ি ফেরার দিনই ওই যুবকের লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছিল। বুধবার দিন সকালে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল তার করো না রিপোর্ট পজিটিভ আসে। এরপর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় আক্রান্তকারীকে করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে পাঠানো হয় । পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এর সহায়তায় আক্রান্তকারী যুবকের পরিবারকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।