0
পত্রিকা প্রতিনিধি: রেড জোন ছেড়ে ঢোকা হলনা অরেঞ্জে। গোটা পূর্ব মেদিনীপুর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা আক্রান্তের হদিশ মিলল পূর্ব মেদিনীপুর জেলায় আরো ৭ জনের দেহে ।শহীদ মাতঙ্গিনী-৩,ভগবানপুর-২,চন্ডীপুর -১,কেশাপাট- ১। এই ৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়ার পরই স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সাতজন করোনা রুগীকে পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ভর্তি করে।এরই মাঝে আশার আলো দেখছে পশ্চিম মেদিনীপুর।পশ্চিম মেদিনীপুরের এক করোনা রুগীর সুস্থতার খবর পাওয়া যায় আস হাসপাতাল তরফে।জানা যায় ওই ব্যক্তি নাড়াজোলের বাসিন্দা।বর্তমানে বড়মা করোনা হাসপাতাল ৪৮ জনের চিকিৎসা করছে বলে জানা যায় হাসপাতাল তরফে।