Home » হাথরাসের ঘটনা ও কৃষিবিলের প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

হাথরাসের ঘটনা ও কৃষিবিলের প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হাথরসে গণধর্ষণের প্রতিবাদে ২০৫ পাঁশকুড়া পশ্চিম বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জোড়া পুকুর থেকে বটতলা পর্যন্ত আজ ধিক্কার মিছিল সংঘটিত হলো সোমবার।প্রায় ২৫০ মহিলা আজকের এই মিছিলে যোগদান করেছিল। Protest procession by the Women’s Trinamool Congress in protest of the Hathras incident and the agricultural bill at panskura, Panskura TMC, Panskura TMC, Panskura TMC

আরো পড়ুন- মেদিনীপুর শহরের নেপালি পাড়ায় উদ্ধার বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

হাথরাসের ঘটনা ও কৃষিবিলের প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

উপস্থিত ছিলেন এই মিছিলে উপস্থিত ছিলেন ২০৫ পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি,পাঁশকুড়া ১ নং ব্লকের সভাপতিদীপ্তি কুমার জানা,পাঁশকুড়া ১ নং ব্লকের মহিলা তৃনমূল কংগ্রেসের সভানত্রী কবিতা ঘড়া ,খন্ডখোলা অঞ্চল সভাপতি জয়দেব মাইতি,পাঁশকুড়া -১ সমবায় সমিতির সভাপতি দুর্গাপদ কর এছাড়াও রয়েছেন এই অঞ্চল স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো পড়ুন- গিমাগেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবক-যুবতীর, জখম ৩

বিধায়ক ফিরোজা বিবি বলেন-“উত্তরপ্রদেশে যে দলিত কন‍্যা মনিষা বাল্মিকীকে খুন ও ধর্ষন করা হয় তারই প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল।আমাদের দাবী তার ধর্ষকদের যেন দৃষ্টান্ত মূলক শাস্তি হয়।যাতে পরবর্তীকালে কোনো ধর্ষক ধর্ষণ করতে ভয় পায়।যদি ওই ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি না হয় তাহলে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন নামবো। কেন্দ্র সরকার সাধারণ মানুষদের যেভাবে তোষণ নীতি শুরু করেছেন কৃষি বিল নিয়ে তার প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ ।যতদিন না পর্যন্ত মনীষা বাল্মীকির সঠিক বিচার ও কৃষি বিল সংক্রান্ত সঠিক পর্যালোচনা না হয় ততদিন পর্যন্ত আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। এবং পরবর্তীকালে সেই আন্দোলন বৃহত্তর রূপ নেবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.