পত্রিকা প্রতিনিধি: করোনা সময়কালে কলেজ,বিশ্ববিদ্যালয় বন্ধ।উচ্চমাধ্যমিকের পর কলেজের বিভিন্ন সেমিস্টারে পরিক্ষা নেওয়াতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।তার মধ্যে শিক্ষাদপ্তের ঘোষনা মতো কলেজের তৃতীয় বর্ষের শেষ পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ সেমিস্টার নেওয়ার কথা ঘোষনা করেছে কলেজ কর্তৃপক্ষ।ফলতঃ বিভিন্ন কলেজে শুরু হয়েছে ফর্ম ফিলাপ।আর পার্শ্ববর্তী কলেজ গুলোর তুলনায় বেলদা কলেজ কর্তৃপক্ষের ষষ্ঠ সেমিস্টারের ফর্ম ফিলাপ বাবদ বরাদ্দকৃত অর্থ বেশি।তাই লকডাউনের সময়ে এই বর্ধিত ফিস কমানোর দাবিতে বেলদা কলেজ গেটের সামনে বিক্ষোভ স্টুডেন্ট স্ট্রাগেল কমিটির ছাত্রছাত্রীদের।শুক্রবার সকালে বেলদা কলেজের গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি নেয় এই ছাত্র সংগঠন।বৃহস্পতিবার বেলদা কলেজে ফর্ম ফিলাপের নোটিশ জারি হতে না হতেই আন্দোলনের পথে নেমেছিল পড়ুয়ারা।কলেজে লকডাউনের জেরে দীর্ঘদিন ক্লাস বন্ধ তা সত্বেও একাডেমিক ফি,টিউশন ফি,ল্যাবরেটরি ফি কেন চাপাচ্ছে প্রশ্ন উঠেছে ছাত্র মহলে। তারই প্রতিবাদে চলছে অনলাইন স্বাক্ষর সংগ্ৰহ অভিযান করে উক্ত ছাত্র সংগঠনটি। দাবি করা হয়েছিল কলেজের সমস্ত ফি মুকুব করতে হবে, ফর্ম ফিলাপের দিন বাড়াতে হবে।শুক্রবার ফের কলেজ গেটে আন্দোলন পড়ুয়াদের।দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি।
বেশি ফি নেওয়ার অভিযোগে বেলদা কলেজের সামনে প্রতিবাদ ছাত্র- ছাত্রীর
- Advertisement -