Absence of officer
আরও পড়ুন ঃ– তৃণমূল না করলে মিলছে না ত্রাণ! অভিযোগ পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে
পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)জেলার পটাশপুর(Pataspur) ২ ব্লকের পঁচেট(Pochet) গ্ৰাম পঞ্চায়েতের আর আই অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা।অভিযোগে, এই আর আই অফিসের আধিকারিক অবনী পন্ডিত (Abani Pandit)দীর্ঘ এক মাস ধরে অফিসে অনুপস্থিত । যার ফলে পাট্টা প্রদান, চেক প্রদান, খাজনা আদায়, জমি ওভূমা সংক্রান তদন্ত,এবং জমি ভূমি র সমস্ত আরো বিভিন্ন ধরনের কাজ আটকে রয়েছে দীর্ঘদিন ধরে । ফলে দীর্ঘ একমাস পরে আর আই অফিসের আধিকারিকজ আজ,বৃহস্পতিবার অফিসে আসেন। আর এরপর ওই আর আই আধিকারিকে অফিস ঘরে তালা লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এরপরেই অফিসের চলে বাইরে বিক্ষোভ ।তবে এই ঘটনার পর আর আই আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় উত্তেজিত জনতা।
এবিষয়ে আর আই আধিকারিক অবনি পন্ডিত বলেন , আর আই অফিসের বিভিন্ন কাজে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। তবে আমি একসঙ্গে দুটো অঞ্চলে দায়িত্বে থাকার কারনে মানুষের কাজ অনেকটা আটকে রয়েছে তাতে মানুষ সমস্যায় পড়ছেন। তবে আমরা খুব শীঘ্রই তাদের সমস্ত কাজ বাস্তবায়িত করার চেষ্টা করব।
আরও পড়ুন ঃ– রাজ্যে প্রথম উন্নত “জি-আই গলদা” চিংড়ির চাষ শুরু হল হলদিয়ায়
অপরদিকে পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলমাধব দাস অধিকারী(Nilmadhav Das Adhikary) বলেন, সাধারণ তাদের পরিষেবা না পাওয়ার ক্ষোভে আর আই আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষ জন্য গঠন করেছেন তাতে যদি বাধা হয়ে দাঁড়ায় তাদের আমরা তৃণমূল কংগ্রেসের শত্রু হিসেবে চিহ্নিত করব বলে হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন ঃ– বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচী ঘিরে ধুন্ধুমার মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Absence of officer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore