Home » অ্যান্টিজেন টেস্ট ছাড়া ওড়িশা থেকে রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, দিঘায় জোর নজরদারি

অ্যান্টিজেন টেস্ট ছাড়া ওড়িশা থেকে রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, দিঘায় জোর নজরদারি

by Biplabi Sabyasachi
0 comments

Antigen Test

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: সারা দেশে পাশাপাশি এরাজ‍্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। এক দিকে যেমন চিকিৎসকদের মধ্যে করোনার প্রকোপ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তেমনই প্রশাসনিক স্তরেও করোনার প্রকোপ দেখা দিচ্ছে। রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও করোনা সংক্রমণ দেখা দিচ্ছে। আর পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে।

আরও পড়ুন:- পিকনিকে গিয়ে সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে

Antigen Test
নিজস্ব চিত্র : অ্যান্টিজেন টেস্ট ছাড়া ওড়িশা থেকে রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, দিঘায় জোর নজরদারি

আরও পড়ুন:- একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দফতরে বিক্ষোভ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের

ফলে এখানে উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। আর তারই ফলশ্রুতি হিসেবে মঙ্গলবার দীঘা-ওড়িশা বর্ডার এলাকায় ক্যাম্প করে কোভিড টেস্ট শুরু করল ব্লক স্বাস্থ্য দপ্তর। তাছাড়া কোভিড রিপোর্ট নেগেটিভ এলে তবেই দিঘায় প্রবেশ করতে পারবেন উড়িষ্যা ফেরৎ ব্যক্তিরা। এরাজ্যের কোনও বাসিন্দার রিপোর্ট পজিটিভ এলেই তাঁকে প্রয়োজন মতো সেফ হোম বা দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। এদিন রামনগর ব্লক প্রশাসনের পাশাপাশি দিঘা থানার পুলিশ নাকা চেকিং শুরু করেছে।

Antigen Test

আরও পড়ুন:- বালি বোঝাই লরির ডালায় লেগে ইঁট বোঝাই ইঞ্জিন ট্রলি উল্টে মেদিনীপুর গ্রামীণে জখম ২

আরও পড়ুন:- দুই যুবকের মৃতদেহ উদ্ধার মেদিনীপুরে, তদন্তে পুলিশ

নেতৃত্বে রয়েছেন রামনগর ১নং ব্লকের সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারীক উৎপল রায়। তিনি বলেন, “বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দিঘা টপকে বিপুল পরিমানে মানুষ এরাজ্যে প্রবেশ করছেন। কেউ করোনা পজিটিভ হলে তাঁর মাধ্যমে এরাজ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। এই কারনেই আজ থেকে উড়িষ্যা থেকে আগত প্রত্যেকের র‍্যাপিড টেস্ট শুরু হয়েছে”। অপরদিকে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ২০টি বেড’কে কোভিড বেড হিসেবে রূপান্তরিত করা হলো বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে ।

আরও পড়ুন:- সংক্রমণের হার উদ্বেগজনক! পশ্চিম মেদিনীপুরে ফের ১০ টি মাইক্রো কনটেইনমেন্ট জোন

Antigen Test

উল্লেখ্য, দিঘা বর্ডার এলাকায় প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করেন। তাই ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে দীঘা মোহনা থানার খাদালগবড়া গ্রাম’কে ইতিমধ্যে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে স্থানীয় মানুষের অভিযোগ পঁচিশে ডিসেম্বর এবং ১ লা জানুয়ারিতে পর্যটন শহর গুলোতে যেভাবে ভিড় লক্ষ্য করা গিয়েছিল।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ফের চাকুরী পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

এখনো পর্যন্ত অনেক বাজার এবং রাস্তাঘাট গুলিতে মাক্স বিহীন অবস্থায় অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন আর তারই ফলশ্রুতি হিসেবে দিনে দিনে বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। তবে এদিন সকাল থেকে বিভিন্ন বাজারগুলিতে হানা দেয় দীঘা কোস্টাল থানা এবং দীঘা থানার পুলিশ। গতকালই জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং আজ থেকে দীঘা-ওড়িশা বর্ডার এলাকায় স্থায়ীভাবে ক্যাম্প শুরু করে ব্লক প্রশাসন।

আরও পড়ুন:- করোনা সচেতন করতে “শিল্প শহর’ হলদিয়ায় পথে নামলেন পুলিশ আধিকারিক ও মহকুমা শাসক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Antigen Test

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.