Home » Abhishek Banerjee Meeting : অভিষেকের সভা নিয়ে তৃণমূলের দুই সাংগঠনিক জেলার প্রস্তুতি সভা মেদিনীপুরে

Abhishek Banerjee Meeting : অভিষেকের সভা নিয়ে তৃণমূলের দুই সাংগঠনিক জেলার প্রস্তুতি সভা মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই সভায় উপচে পড়া ভিড় হবে, তবে এতে আত্মতুষ্টিতে থাকলে চলবে না, প্রত্যেক বুথে বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে, বুথ, অঞ্চল, ব্লক ভিত্তিক সভা, মিছিল করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রচার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি সভায় নেতাকর্মীদের এভাবেই টোটকা দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Abhishek Banerjee Meeting
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের প্রস্তুতি সভা হয়। ফেব্রুয়ারীতে আনন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতেই এই প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়। মানস ভুঁইয়া ছাড়াও ছিলেন দুই জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, ঘাটালের সভাপতি আশিষ হুদাইত, মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক উত্তরা সিংহ হাজরা, অরূপ ধাড়া প্রমুখ। জেলার বিভিন্ন ব্লক, অঞ্চল, বুথের তৃণমূল সভাপতি, অঞ্চলের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মদক্ষ, সদস্যরা উপস্থিত ছিলেন।

Abhishek Banerjee Meeting

আরও পড়ুন : আমন্ত্রণ পত্রে নাম বিতর্কের পর জঙ্গলমহল উৎসবে জেলার আমন্ত্রণে উপস্থিত জঙ্গলমহলের মন্ত্রী শ্রীকান্ত মাহাত

আনন্দপুর থানার বিপরীতে মাঠে তৃণমূলের জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মাত্র কয়েকমাস পরেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তার আগেই এলাকায় এলাকায় জনসংযোগ আরো বৃদ্ধি করতে তৎপর হয়েছে দল। আনন্দপুরে অভিষেকের সভাস্থল মাঠ ইতিমধ্যে দফায় দফায় পরিদর্শন করে এসেছেন। কোন রাস্তা দিয়ে লোকজন ঢুকবেন-বেরোবেন তা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেছে পুলিশ প্রশাসনও।

কেশপুর বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে শাসকদলের গোষ্ঠীকোন্দলের জন্য। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বারংবার রক্তাক্ত হয়েছে কেশপুর। তৃণমূল নেতৃত্ব বারংবার দুই গোষ্ঠীকে নিয়ে বৈঠক করলেও পরিস্থিতি সেরকম বদল হয়নি। দুই গোষ্ঠী যাতে মিলেমিশে একসঙ্গে কাজ করে সেদিকে নজর রেখেই আনন্দপুরে সভার আয়োজন করা হয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক মহল। দুই জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন কোথাওগোষ্ঠীকোন্দল নেই, কোথাও কোথাও সামান্য মনোমালিন্য থাকলেও এখন সব মিটে গিয়েছে। এখন সকলে মিলে অভিষেকের সভা সফল করতে তৎপর।

আরও পড়ুন : ফোন-পে ওয়ালেট আপডেটের নামে প্রায় এক লক্ষ টাকা প্রতারণা, মেদিনীপুরে পুলিশের সাইবার দপ্তরে অভিযোগ দায়ের

আরও পড়ুন : মকর সংক্রান্তিতে তুলসী চারার মেলায় পুণ্য স্নান কয়েক হাজার পুন্যার্থীর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Abhishek Banerjee Meeting

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.