Security center
আরও পড়ুন ঃ-ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট’কে লক্ষ্য করে বোমাবাজি, আহত একাধিক
পত্রিকা প্রতিনিধি: রাজ্য পুলিশের পাশাপাশি এবার কেন্দ্রীয় নিরাপত্তায় অধিকারী পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র সরকার।
উল্লেখ্য, নির্বাচনের আগে গত বছর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই অধিকারী বাড়ির মেজো ছেলে শুভেন্দুকে জেড ক্যাটেগরি নিরাপত্তা দেয় কেন্দ্র।এরপর এগরায় নির্বাচনী প্রচারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগ দিয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। তিনি খাতায় কলমে এখনও তৃণমূলেরই সাংসদ। তবে তিনি দল থেকে পদত্যাগ করেননি। অন্যদিকে, তমলুকের সাংসদ দিব্যেন্দুও এখনও তৃণমূলেই রয়েছেন। তার মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন দুই অধিকারী। অপরদিকে ,দিব্যেন্দুর অবস্থান নিয়ে অসন্তুষ্ট তৃণমূল। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য কমিটিকে সুপারিশ করেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।
তবে দল ব্যবস্থা নেওয়ার আগেই দিব্যেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ায় এবার মেজো অধিকারীর বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা। ছোট ভাই সৌম্যেন্দু আগেই দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি সাংগঠনিক একাধিক পদ থেকেও তাঁদের সরানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও কিছুটা হলেও আলগা হয়েছে বলে জানা যাচ্ছে, তখনই কেন্দ্রীয় সরকারের তরফে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হল শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর জন্য। অন্যদিকে বিজেপি চায় অধিকারী পরিবারকে সঙ্গে নিয়েই বাংলায় তাদের সংগঠনকে সুদৃঢ় করতে। তবে রাজ্যে বিধানসভা ভোটে দলের ৭৭ জন জিতলেও তাই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই বেছে নিয়েছে তারা। সব দিক নজরে রেখেই এবার তাঁর বাবা ও ভাইয়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে শুক্রবার রাতেই কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানরা কাঁথির শান্তিকুঞ্জে এসে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Security center
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore