Home » “ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য টাকা দিচ্ছে, এটা ভোটের আগে উপঢৌকন”,তমলুকে মন্তব্য শুভেন্দুর

“ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য টাকা দিচ্ছে, এটা ভোটের আগে উপঢৌকন”,তমলুকে মন্তব্য শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

Shuvendu in the BJP’s public meeting

আরও পড়ুন ঃ- দীঘায় বেড়াতে গিয়ে নিখোঁজ মেদিনীপুরের নাবালিকা

পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাসপাতাল মোড়ে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষে থেকে একটি জনসভা ও যোগদান মেলা আয়োজিত হয় এই সভায় উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা নেতা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। তমলুকের বিজেপির সাংগঠনিক জেলায় সভাপতি নবারুন নায়েক ও অন্যান্য নেতৃত্ব এবং এই সভা থেকে শুভেন্দু অধিকারী ও নবারুন নায়েকের হাত তমলুকের থেকে প্রায় শতাধিক কাউন্সিলর সহ তৃণমূলের কর্মীরা বিজেপির পতাকা ধরেন। এই দিনের এই সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা নেতৃদের কড়া ভাষায় আক্রমণ করেন ও দাবি করেন যে তৃণমূলের সকল নেতৃত্ব দুর্নীতির সাথে যুক্ত। এবং চাকরির নামে যে ভাবে তৃণমূল নেতা নেতৃত্ব দুর্নীতির করছে। তার ফলে পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীদের তারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এছাড়াও তিনি আজ নন্দীগ্রামের শহীদ মিনারে মাল্যদান করা নিয়ে তৃণমূল নেতা ও নেতৃদের কটাক্ষ করেন তিনি বলেন ২০২০ সাল পর্যন্ত শহীদ বেদীতে মাল্যদান করতে আসেননি আজকে সেই লোকেদের পাঠিয়েছেন মাননীয় তৃণমূল নেত্রী বা তার ভাইপো তৃণমূল কোম্পানি।

যে মিনার পাপের টাকা বলে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেনি তার পাশের পুরানো শহীদ বেদীতে মাল্য দান করেছেন সেটাও তার তৈরি। লালগড়ে একজন নেশাগ্রস্থ অবস্থায় থাকে ফেসবুক লাইভ করে আপনারা দেখেছেন তাকে পাঠিয়েছে সে ভাষা রাজনীতির ভাষা নয় ।আমরা বিদ্যাসাগরের দেশের লোক আমি সব সময় বলি ৩১ শে অক্টোবর বিজয়া করতে গিয়ে নন্দীগ্রামে বলেছিলাম সিঁড়ি দিয়ে উঠেছি লিফটে উঠেনি প্যারাসুটেও নামিনি খুব গায়ে লেগেছিল আমি কারো নাম করে বলিনি আমি আমার কথাই বলেছিলাম। গত জুলাই মাসে টুইট করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাত নম্বর জেনারেল সেক্রেটারি তিনি গরুকে ও আছেন কয়লা কেউ আছেন।

পাঁচটা বাড়িতে সিবিআই রেট করছে বলতে হবে তোলাবাজ ভাইপোকে বিনয়ের সঙ্গে তোমার সম্পর্ক কি। বলছেন না কেন বাংলার মানুষ জানতে চাই।বাংলার মানুষ মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চায় ৬ টি সিকিউরিটি দিয়েছিলেন কেন রাজ্য পুলিশের। মানুষ জেনে গেছে কাটমানি কোথায় নেই প্রাইমারি স্কুলের জুতোটাও সাপ্লাই করবেন কলকাতা থেকে কারো কোন বাচ্চার পাই হয় না। ব্যাগগুলো দেয় ছেঁড়া ব্যাগ। যে ড্রেস গুলো দেয় সেখানেও ফিফটি ফিফটি। আমি ভেতরে ছিলাম তো দেখেছি। সাইকেলে তো ৪০০ করে আছে প্রতিটি সাইকেলে। স্যানিটাইজারেও কমিশন। আমি আমার টুয়েলভের ছাত্র-ছাত্রীদের বলছি ট্যাব কেনার জন্য টাকা দিচ্ছে এটা ভোটের আগে আমি বলি উপঢৌকন নিয়ে নেন বঙ্গধনী নয় হরিধ্বনি চলছে। যাওয়ার আগে শেষ যাত্রা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Shuvendu in the BJP’s public meeting

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.