Clashes at Bazkul College
আরও পড়ুন ঃ-ফি মুকুবের দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ পাঁশকুড়া বনমালী কলেজে
শুভম সিং: দলীয় পতাকা লাগানোকে ঘিরে এবিভিপি–টিএমসিপি সঙ্ঘর্ষে ধুন্ধুমার কাণ্ড ঘটল পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজে। আর ওই কলেজের গেটের সামনে থাকা একের পর এক বাইকে অগ্নিসংযোগ থেকে শুরু করে কলেজ চত্বরে বোমাবাজি— সোমবার সকাল থেকে এই ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ গোটা এলাকার পরিস্থিতি।
উল্লেখ্য,এদিন সকালে কলেজের ভিতরে এবিভিপি র দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে জানিয়ে শুরু হয় বচসা এবং সংঘর্ষ। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ, তাদের পাল্টা দাবি এবিভিপি ছাত্রসংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে আমার জানা নেই, পাশাপাশি শুভেন্দু অধিকারী কে নিয়ে মীরজাফরের আখ্যা দিয়ে তিনি বলেন নব এবং পুরাতন বিজেপি কর্মীর মধ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে, গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায়। তবে এই ঘটনার প্রতিবাদে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী।
এবিষয়ে বিজেপি–র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অভিযোগ, এদিন সকালে বাজকুল কলেজের গেটে পতাকা লাগানোর সময় তাঁদের সমর্থকদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কর্মী–সমর্থকরা। অভিযোগ, তাঁরা প্রতিবাদ করলে ছাত্রদের বাইকে আগুন লাগিয়ে দেয় টিএমসিপি। উঠেছে বোমাবাজির অভিযোগও। এবিভিপি–র দাবি, এই গন্ডগোলের পেছনে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রবীন মণ্ডল।
টিএমসিপির দাবি, এই সঙ্ঘর্ষের জন্য এবিভিপি দায়ী বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের। তাঁদের কথায়, এদিন ইচ্ছে করেই কলেজ গেটের সামনে গন্ডগোল পাকায় এবিভিপি–র সমর্থকরা। তাঁদের বোঝাতে এলে বেধে যায় সঙ্ঘর্ষ। জানা গিয়েছে, এই ঘটনায় দু’পক্ষের ৫–৬ জন জখম হয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Clashes at Bazkul College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore