Attack on BJP
আরও পড়ুন ঃ-লাফিয়ে বাড়ছে করোনা, দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলে একদিনেই আক্রান্ত ১৪৬৯ , সুস্থ ৯৫৯ জন
পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে ভোট-পরবর্তী হিংসা সারা রাজ্যের পাশাপাশি জেলাজুড়ে অব্যাহত। এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের সাঁয়া বেলদা গ্রামে এক বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ওই বিজেপি কর্মী বাড়ি যাওয়ার সময় রাস্তার উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির। হামলার জের গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী। এরপর আহত ওই বিজেপিকে কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা ঘিরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। তবে গোটা ঘটনার কথা অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন বলেন, ” ভোট মিটতেই সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। এই সুযোগে বেশকিছু সমাজবিরোধী এলাকায় এলাকায় অশান্তি সৃষ্টি করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নয়। তবে সমাজবিরোধীদের দৌরাত্ম্য ঠেকানোর জন্য পুলিশ প্রশাসন শীঘ্রই সঠিক পদক্ষেপ গ্রহণ করুন ৷’’ তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Attack on BJP
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore