Police patrol in the alleys of Medinipur town, they are also active in preventing gatherings at polling stations.
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সকাল থেকেই চাপা উত্তেজনা রয়েছে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে। হিংসা রুখে শান্তিপূর্ণ ভোট করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। বিভিন্ন দলের লোকজনদের ভোটকেন্দ্রে জমায়েত আটকাতেও তৎপর।
আরও পড়ুন:- মনের চাপা উত্তেজনা সরিয়ে মেদিনীপুরে বুথের বাইরে খোশমেজাজে গল্পে তিন বিরোধী প্রার্থী
আরও পড়ুন:- রাত পোহালেই ভোট, কেন্দ্রে রওনা ভোটকর্মীদের
রবিবার সকালে মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের মাদ্রাসার স্কুলের ভোট কেন্দ্রে তৃণমূল ও নির্দল প্রার্থীর লোকজন জমায়েত করে।খবর পেয়ে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। অলিগতিতে টহল পুলিশ বাহিনীর। যার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। মেদিনীপুর শহরের গোলকুঁয়া, বটতলা, রাঙামাটি এলাকায় টহল চলে।
Police Patrol
আরও পড়ুন:- জলের তলায় আলু, ঋণ পরিশোধের চিন্তায় আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরের কৃষকের
আরও পড়ুন:- ভাবি ভোটারদের সচেতন করে তুলতে ক্যুইজ প্রতিযোগিতা শালবনীতে
পাশাপাশি নজরদারির জন্য উড়ানো হয় ড্রোন। শহরের প্রবেশ পথে নাকা চেকিং। সমস্ত মানুষজনকে আটকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্মীরা। খতিয়ে দেখা হচ্ছে গাড়িটিও। মূলত বহিরাগত প্রবেশ রুখতে এই অভিযান। খবর পাওয়া পর্যন্ত আপাতত কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে মেদিনীপুর পৌরসভায়।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পুলিশের নাকা চেকিং, টাকা সহ গ্রেফতার বিজেপি প্রার্থী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Police Patrol
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore