Police of Panskura Police Station recovered 34 kg of ammunition from the house of Gopal Ghorai of Paschim Chilka village under Panskura Police Station.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রামপুরহাট কাণ্ডের পরেই রাজ্যের সমস্ত থানার সমস্ত পুলিশ কর্মীর আগামী ১০ দিনের জন্য (অসুস্থ অবস্থা ব্যতিক্রমে) সমস্ত ছুটি বাতিলের  নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। যারা ছুটিতে আছেন তাদেরও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে রিপোর্ট করতে হবে।

আরও পড়ুন:- মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে চাকা গড়াল না ৬০০ বেসরকারি বাসের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- সাবধান! পশ্চিম মেদিনীপুরে বিয়ে বাড়িতে যাওয়ার আগে জেনে নিন, না হলে রাঁধুনি, বিউটিশিয়ান, নাপিত পুরোহিত সহ অতিথিরাও গ্রেফতার হতে পারেন

পাশাপাশি এলাকা ভিত্তিক অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে বোমা, পিস্তল,গুলি ও বারুদ। এর পরেও যদি কোনো থানা এলাকায় বোমা বাজির ঘটনা ঘটে তার জন্য শোকজ করা হবে সংশ্লিষ্ট থানার ওসি ও আইসিকে। এই নির্দেশ পাওয়ার পরেই পাঁশকুড়া থানার I.C আশীষ মজুমদারের নেতৃত্বে পাঁশকুড়া থানা এলাকায় বিশেষ অভিযান চলে।

Ammunition Recovered

আরও পড়ুন:- আগামী পঞ্চায়েত ভোটে শালবনীতে বিজেপির দখলে থাকা পঞ্চায়েতগুলি পুনরুদ্ধারে প্রস্তুতি শুরু তৃণমূলের

Advertisement

আরও পড়ুন:- শিক্ষক নিয়োগের দাবিকে সামনে রেখে খড়্গপুর মহকুমা সম্মেলন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির

গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া থানার অন্তর্গত পশ্চিম চিল্কা গ্ৰামের গোপাল ঘোড়ই এর বাড়ি থেকে ৩৪ কেজি বারুদ উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ। ওই ব‍্যক্তিকে আটক করে পুলিশ। সূত্রের খবর ওই ব‍্যক্তি লাইসেন্সবিহীন ভাবেই বাড়িতে ২ বস্তা অর্থাৎ ৩৪ কেজি বারুদ মজুত রেখেছিল। ওই ধৃত ব্যক্তিকে তমলুক আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:- শিকার বন্ধের বার্তা দিয়ে পশ্চিম মেদিনীপুরে 40 কিমি সাইকেল যাত্রা বনকর্তাদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Ammunition Recovered

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.