Home » Paschim Medinipur : কেউ ফিরে তাকায়নি! পশ্চিম মেদিনীপুরে মানসিক ভারসাম্যহীন মহিলার চিকিৎসা করল পুলিশ ও ব্লক প্রশাসন

Paschim Medinipur : কেউ ফিরে তাকায়নি! পশ্চিম মেদিনীপুরে মানসিক ভারসাম্যহীন মহিলার চিকিৎসা করল পুলিশ ও ব্লক প্রশাসন

by Biplabi Sabyasachi
0 comments

No one looked back! Police and block administration treated a mentally unbalanced woman in Paschim Medinipur.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কেউ ফিরে তাকায়নি, এলাকার মানুষদের অস্বাভাবিক আচরণের পাশাপাশি তীব্র দাবদাহে রাজ্য সড়কের উপর খোলা আকাশের নিচে বসবাসের জেরে মৃত্যুও হতে পারে,এমনই এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তা থেকে তুলে চিকিৎসার ব্যবস্থা করল চন্দ্রকোনা ১ ব্লক প্রশাসন ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘি মোড়ে প্রখর রৌদ্রে রাজ্য সড়কের খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন এক মহিলা বসবাস করছিল।

Paschim Medinipur
নিজস্ব চিত্র

কয়েকদিন থেকে অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি । এলাকার সমস্ত মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিলেও পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ফেরায়নি মুখ।আজ দুপুর নাগাদ ওই মহিলাকে এলাকার মানুষদের সহযোগিতায় চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ও চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের যুগ্ম বিডিও’র তত্ত্বাবধানে প্রথমে অসুস্থ ওই মহিলাকে দীর্ঘক্ষণের চেষ্টায় রাজ্যসড়ক থেকে তাকে পুলিশ গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।

Paschim Medinipur
নিজস্ব চিত্র

যদিও ওই মহিলার শারীরিক অসুস্থতার কারণে তাকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। জানা যায়,ওই মহিলার সমস্ত চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এবিষয়ে ব্লকের জয়েন্ট বিডিও দেবাশীষ গায়েন জানান, ‘ক্ষীরপাই ফাঁড়ির আইসি বিষয়টি তাদের জানায় এবং পুরো বিষয়টি ফাঁড়ির আইসি দেখভাল করেছেন। ব্লক প্রশাসনের তরফেও সহযোগিতা করার চেষ্টা করেছেন।

Advertisement

তবে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় এলাকার মানুষদের সাথে অস্বাভাবিক আচরণ এবং মারধরের মতো ঘটনা ঘটে,এমনকি রাজ্যসড়কের ধারে থাকায় যখন তখন রাস্তার উপর চলে আসত।এসব জানতে পেরে ফাঁড়ির আইসি’র কথায় তারা পুলিশকে সহযোগিতা করেছে মাত্র।’ওই মহিলাকে মানসিক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থারও করা হবে বলে জানান ব্লকের জয়েন্ট বিডিও।ব্লক প্রশাসন ও পুলিশের এহেন ভূমিকায় খুশি এলাকার মানুষজন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.