2
পত্রিকা প্রতিনিধি : লকডাউন এর রেশ এখনো কাটেনি ।রাস্তাঘাটে যানচলাচল তুলনামূলকভাবে অনেকটাই কম । আর এই নিরিবিলি পরিবেশে জঙ্গল ছেড়ে রাজপথে চলে আসছে ময়ূর । শুক্রবার গ্রামের রাস্তায় প্রকাশ্যে চলে আসে ও পেখম তুলে ঘুরতে থাকে।ফাঁকা রাস্তায় ময়ূরের নাচ থেকে রাস্তায় প্রচুর লোক জমে যায় ।স্থানীয়রা জানালেন আবহাওয়া মনোরম থাকলে কোন কোন সময় ময়ূর গুলি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। এদিন ময়ূর দেখতে প্রচুর লোকের ভিড় জমে যায় ময়ূরের ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়