শুভম সিং: পটাশপুর:লকডাউনের মধ্যে একের পর এক যানচলাচল স্বাভাবিক হতেই ঘটে চলছে দুর্ঘটনা।এমতাবস্থায় ফের মোটর বাইকের সঙ্গে মদ বোঝাই মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিবশঙ্কর দাস (২৭)নামের এক যুবকের।তার বাড়ি পটাশপুর থানার রামচন্দ্রপুর এলাকায়।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-ললাট জনকা রাজ্য সড়কের পটাশপুর ২ ব্লকের চন্দনপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মোটর বাইকটি এগরা থেকে প্রতাপদীঘির দিকে যাওয়ার সময় হঠাৎই আড়গোয়াল দিক থেকে আসা একটি দ্রুত গতির মদ বোঝাই মারুতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকের।এই ঘটনার পর মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ঝোপের মধ্যে ঢুকে যায়।এরপর স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই বাইক চালককে মৃত বলে ঘোষণা করে।পাশাপাশি মারুতি চালকের চিকিৎসা চলেছে বলে জানা যাচ্ছে।
তবে মারুতি গাড়ির ভেতরে থেকে বেশ কয়েক পেটি ভর্তি মদের বোতল পাওয়া গিয়েছে।তাছাড়া ওই মারুতি চালক মদ্যপ অবস্থায় থাকার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
এরপর এই ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মারুতি গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।