পত্রিকা প্রতিনিধি : পরিযায়ী শ্রমিকরা আসতেই বাংলায় বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে রবিবার পূর্ব মেদিনীপুরে জেলার পটাশপুর ১ ব্লকে নতুন করে ১জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।
জানা যাচ্ছে, আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিক পটাশপুর ১ ব্লকের অমর্ষি গ্ৰামের বাসিন্দা।তার বয়স ২৭। তিনি দিল্লিতে হোটেলে কাজ করতেন।কিন্তু লকডাউনের কারনে চলতি মাসে গত ২২শে জুন সে তার ফিরেছিলেন।কিন্তু ওই ব্যক্তির কোনো করোনার উপসর্গ ছিল না।তার সত্বেও গত ২৪ জুন ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠায়।এরপর আজ,রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যাচ্ছে।
ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভদীপ বাগ বলেন,‘‘পটাশপুর ১ ব্লকের করোনায় আক্রান্ত হয়েছেন ১জনই পরিযায়ী শ্রমিক। তবে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’’ আজ ওই আক্রান্ত পরিযায়ী শ্রমিককে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বড়মা করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।তবে ওই আক্রান্ত ব্যক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষ সংস্পর্শে কারা এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। চিহ্নিত করে তাঁদের সকলকে কোয়রান্টিন করা হবে।পাশাপাশি তাঁদের করোনা পরীক্ষাও হবে।