পত্রিকা প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তরে পালন হচ্ছে প্রতিবাদ কর্মসূচি।রেলের বেসরকারিকরণ থেকে নানা ক্ষেত্রে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্রের মোদি সরকার।কেন্দ্রের বঞ্চনা থেকে বাদ যায়নি কৃষক রা।তাই মাঠের আলের ধারে অভিনব মেঠো প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। Keshiary, Keshiary, medinipur news, Biplabi sabyasachi news
বুধবার সকালে কেশিয়াড়ি ব্লকের নাপোতে চাষের জমিতে নেমে আলে দাঁড়িয়ে প্রতিবাদ দেখায়।জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মামনি মান্ডি ও তৃণমূল নেতা ফটিক পাহাড়ির নেতৃত্বে প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থক এইদিনের এই প্রতিবাদ কর্মসুচিতে অংশ নেয়।
আরও পড়ুন- রেলকর্মীকে হুমকি ও তোলা চাওয়ার অভিযোগ,গ্রেফতার রামবাবুর ঘনিষ্ঠ ৮ জন, খড়্গপুরে আবারও সক্রিয় মাফিয়ারা
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধেসরব হয়েছে শাসক দল।কেশিয়াড়ি ব্লকে মিছিলের পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামে।এদিনের এইপ্রতিবাদ কর্মসূচী থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য যোগ দেয় তৃণমূলে।জানা গিয়েছে কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল।সেখানকার জয়ী পঞ্চায়েত সদস্যা হাসি সরেন যোগ দেয় তৃণমূলে।যপগ দেওয়ার পর তিনি জানান-“বিজেপির বিশৃঙ্খলার কারণে উন্নয়নের জন্য তৃণমূলে আসা।”
বিজেপির ছেড়ে তৃণমূলে আসার হিড়িক লেগেছে বিজেপির মধ্যে।জেলা পরিষদের কর্মাধক্ষা মামনি মান্ডি জানিয়েছেন-“মোদি সরাকর রাজ্যকে বঞ্চনা করছে,তাই চাষিদের কথা ভেবেই সবুজ ধানের চাষের মাঠের আলে দাড়িয়ে প্রতিবাদ কর্মসূচী নেওয়া।”অপরদিকে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির কেশিয়াড়ি দক্ষিন মন্ডল সভাপতি বলেন-“বিজেপির কেউ যায়নি।আর যারা গেছে ওদের ভয় দেখিয়ে ওদের দলে নিয়ে গেছে তৃণমূল।”তবে কেশিয়াড়ি ব্লকে মেঠো পথে প্রতিবাদে তৃণমূল,নবতম প্রতিবাদের দৃষ্টান্ত রেখেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
2 comments
[…] আরও পড়ুন- কেশিয়াড়ির নাপোতে চাষিদের বিভিন্ন দাব… […]
[…] আরও পড়ুন- কেশিয়াড়ির নাপোতে চাষিদের বিভিন্ন দাব… […]
Comments are closed.