Occupy
আরও পড়ুন ঃ– ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব
পত্রিকা প্রতিনিধি : বিজেপির দখলে থাকা মেদিনীপুর সদর (Medinipur Sadar)ব্লকের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের(DheruaGram Panchayet) দখল নিল তৃণমূল। কিছু দিন আগে প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজেপির পূর্ণিমা সিং (Purnima Singh)। যোগ দিয়েছিলেন তৃণমূলে(Tmc)। বিজেপি (Bjp)ও তৃণমূলের ৪ জন করে পঞ্চায়েত সদস্যর মধ্যে পূর্ণিমাই ছিল তৃণমূলের তুরুপের তাস। তারপরই নতুন প্রধান নির্বাচনে জোর দেয় তৃণমূল। মঙ্গলবার নির্বাচনে জয়ী হয়ে সোমবারি কিস্কু প্রধান হন। তবে বিজেপির কোনো পঞ্চায়েত সদস্য উপস্থিত হননি এদিন। সোমবারি কিস্কু (Sombari Kisku) তৃণমূলের(Tmc) টিকিটেই জয়ী হয়েছিলেন। প্রধান তৃণমূলের হলেও উপপ্রধান এখনও বিজেপির। উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও জমা দিয়েছে তৃণমূল। এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম দত্ত (Goutam Dutta), নয়ন দে (Nayan Dey)প্রমুখ।
আরও পড়ুন ঃ– পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির
গত পঞ্চায়েত নির্বাচনে ধেড়ুয়া(Dherua) পঞ্চায়েতে ৮ টি আসনের মধ্যে ৪ টি বিজেপি ও ৪ টি তৃণমূল পাই। টসের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি। তারপর কংসাবতী নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেলেও বোর্ড থাকে বিজেপিরই। সেই পঞ্চায়েতে এবার প্রধান গঠন করল তৃণমূল। দলের কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েত চত্ত্বর রাঙিয়ে তোলেন সবুজ আবীরে। অঞ্চল সভাপতি অজয় সিংহ(Ajay Singha) জানান, তৃণমূলের প্রধান নির্বাচিত হয়েছে। বিগত দিনে বিজেপি কোনো কাজ করে নি। এবার কাজে গতি আসবে। উপপ্রধান পদেও অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে, আগামীদিনে উপপ্রধান পদেও আমরা জয়ী হবো। যদিও বিজেপি নেতা সুজয় দাসের অভিযোগ, ‘সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল জোর করে বোর্ড গঠন করেছে।’ তৃণমূলের পঞ্চায়েত সদস্য কাজল সিংহ বলেন, বিজেপি কোনো কাজ করতে দিত না আমাদের। এবার মানুষের জন্য কাজ করতে পারবো।
আরও পড়ুন ঃ– আজকের পত্রিকা – ১০ আগষ্ট ২০২১, বাঃ – ২৪ শ্রাবণ ১৪২৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Occupy
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore