Home » এক কোটি শুভেন্দু ও দু’কোটি দিলীপ ঘোষ এলেও বিজেপি জিততে পারবেনা: অজিত

এক কোটি শুভেন্দু ও দু’কোটি দিলীপ ঘোষ এলেও বিজেপি জিততে পারবেনা: অজিত

by Biplabi Sabyasachi
0 comments

Meeting in memory of Angaria

আরও পড়ুন ঃ-কর্মী সমর্থকদের মারধর, কাঁথিতে বিজেপির বিক্ষোভ মিছিল


পত্রিকা প্রতিনিধি: সোমবার ছোট আঙারিয়া গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে গড়বেতা থানার বোস্তম মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয় । বোস্তম মোড় থেকে মিছিল করে ছোট আঙ্গারিয়া গ্রামে গিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব। এদিন সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি শুভেন্দুকে ‘কাপুরুষ’ উল্লেখ করে বলেন এক কোটি শুভেন্দু অধিকারী ও দু’কোটি দিলীপ ঘোষ এলেও ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। বাংলায় ক্ষমতায় আসবে যিনি, জনগণের পাশে থাকে্‌ জনগণের কাজ করেন, সেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ।

সেইসঙ্গে তিনি শুভেন্দুকে কটাক্ষ করে বলেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু্‌ পূর্ব মেদিনীপুর, জেলায় ৩৫ টি বিধানসভার আসন রয়েছে। সে ৩৫ টি বিধানসভায় বিজেপি জিতবে বলে শুভেন্দু বলে বেড়াচ্ছে। এই ৩৫ টি বিধানসভা আসনের ৫ আসন জয়লাভ করে দেখাক । সেইসঙ্গে অজিতবাবু বললেন যার মাথার চুল থেকে নখ পর্যন্ত দুর্নীতিতে ভরা, যিনি লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে্‌ তার মুখে ‘চোর’ শব্দ মানায় না। উনি ডাকাতের থেকে আরও বেশি। উনি নাকি ভোটের মার্জিন বাড়ানোর জন্য বিজেপিতে যোগদান করেছেন । উনি মার্জিন বাড়ানোর জন্য নয় উনি বিজেপিতে যোগ দেওয়ায় বরং বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে । ওর চরিত্র মানুষ ভালোভাবেই বুঝে নিয়েছেন। উনি ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন । বাংলার মানুষ ওই ‘বেইমান’, ‘কাপুরুষ ‘শুভেন্দু অধিকারীকে ওই যোগ্য জবাব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অজিতবাবু জোর গলায় বলেন, ক্ষমতা থাকলে উনি গড়বেতায় তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেখা্‌ কত ধানে কত চাল তখনই বোঝা যাবে ।


উল্লেখ্য ২০২১সালের ৪ জানুয়ারি গড়বেতা থানার ছোট আঙ্গারিয়া গ্রামে নৃশংসভাবে তৃণমূল কংগ্রেসের পাঁচজন কর্মীকে বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে সিপিএমের দুষ্কৃতীরা পুড়িয়ে মারেন বলে অভিযোগ। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কিন্তু ।এখনও খুনিরা শাস্তি পায়নি। রাজ্যের ২০১১ সালে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস ছোট আঙ্গারিয়া গ্রামে গিয়ে প্রতি বছর শহীদদের শ্রদ্ধা জানাতে ছোট আঙারিয়া দিবস পালন করে । ওই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী বক্তার মণ্ডল প্রাণে বেঁচে গিয়েছিলেন। পূর্বের মতো এবারও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছোট আঙারিয়ায় গণহত্যা দিবস উদযাপনের আয়োজন করা হয়। তবে প্রতিবছরের মতো এ বছর ছোট আঙ্গারিয়া গ্রামে সভা করা যায়নি, কারণ সবাই ব্যাপক জনসমাগম হবে ভেবে । এ দিন ২০ হাজারেরও বেশি মানুষ শামিল হয়েছিলেন। তাই এদিন রোস্তম মোড়ে সভার আয়োজন করা হয়। ওই সভা থেকে অন্যান্য তৃণমূল নেতারা বলেন ছোট আঙারিয়া হাতে শহীদ পরিবারের পাশে রয়েছে, তৃণমূল আগামী দিনেও থাকব্‌ তৃণমূল যতদিন থাকবে ছোট আঙারিয়া দিবস পালন করা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Meeting in memory of Angaria

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.