SBI bank news
আরও পড়ুন ঃ–ভোট পরবর্তী হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা
পত্রিকা প্রতিনিধিঃ সাইবার ক্রাইম(Cyber crime) সেলের এক অফিসার পরিচয় দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ১৮ কোটি টাকা প্রতারণার অভিযোগে ওই ব্যাঙ্কের চিফ ম্যানেজার গৌতম দত্ত’কে গ্ৰেফতার করল ঘাটাল থানার পুলিশ(Police)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) থানা এলাকায়।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও এপ্রিল মাসের গত আর্থিক বছরের হিসেব-নিকেশ শেষ হওয়ার পর স্টেট ব্যাঙ্কের ওই শাখার মাধ্যমে পেটিএমের নিউ দিল্লির(New Delhi) মেন ব্রাঞ্চের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪২ লক্ষ দু’ হাজার ৭০৫ টাকা সাত বারে কেটে অন্য অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে ওই পেটিএম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে স্টেট ব্যাঙ্কের দিল্লির(Delhi) ওই শাখা তদন্ত করে জানতে পারে, একটি জাল চক্র ঘাটাল(Ghatal) শাখার সঙ্গে যোগসাজশ করে ওই কাজ করেছে। তখনই ওই ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার জয়ন্ত মণি ঘটনাটি নিয়ে ঘাটাল থানায় লিখিত অভিযোগ করেন।
এরপর পুলিশ অভিযান পেয়ে তদন্তে নেমে দেখেন ওই ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রায় ১৮ কোটি
টাকার প্রতারণার হয়েছে। আর ওই প্রতারণার ঘটনায় রয়েছেন ওই ব্যাঙ্কের চিফ ম্যানেজার গৌতম দত্ত। এরপর পুলিশ ওই ব্যক্তিকে বুধবার গ্ৰেফতার করে। এরপর তাকে ঘাটাল(Ghatal) আদতে তোলা হলে আদালত (Court)১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে এই প্রতারণার যুক্ত অভিযোগে শ্রীমন্ত দাস নামে ব্যাঙ্কের হাইয়ার ভ্যালু ট্রানজাকশন অফিসারকে মে মাসের প্রথম সপ্তাহের দিকে তাকে গ্ৰেফতার করা হয়। এরপর ওই প্রতারণার মূল পাণ্ডা রাজীব বক্সিকে ঘাটাল(Ghatal) মহকুমা পুলিশ(Police) আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী নেতৃত্বে ১৮ মে রাতে আরামবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজীব নিজেকে গৌতম বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করে এবং সাইবার ক্রাইম সেলের হায়ার অফিসার হিসেবে পরিচয় দিয়ে স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখা থেকে বেশ কয়েক কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ এসেছে।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের চিফ ম্যানেজারের বিশ্বাসের সুযোগ নিয়ে শ্রীমন্ত অনেক সময় সিনিয়ার ম্যানেজারের কোড ব্যবহার করে ব্যাঙ্কে বহু লেনদেন করেছে। সেই ওই ব্যাঙ্ক কর্মীদের অনুমান, শ্রীমন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে গৌতমবাবুর সরলতার সুযোগ নিয়ে তাঁকে ফাঁসিয়েছে।এরপর পুলিশ রাজীবকে ধরার জন্য দীর্ঘদিন থেকেই প্রচেষ্টা চালিয়ে আসছিল। বার বার গোয়ালতোড়ের বাড়িতেও যাওয়া হয়েছিল। কিন্তু কোনও ভাবেই ট্রেস পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার গোপন সূত্র ধরে পুলিশ জানতে পারে রাজীব আরামবাগে রয়েছে। তারপর ঘাটাল(Ghatal)মহকুমা পুলিশ (Police) আধিকারিক বিশাল পুলিশ(Police) বাহিনী নিয়ে মোবাইল(Mobile) টাওয়ার লোকেশন ট্রাক করে গোটা এলাকাটি ঘিরে নেন। তারপর ঠিক রাত ২টা নাগাদ রাজীবকে গ্ৰেফতার করা হয়। সেই সঙ্গে রাজীবের একটি দামী কোম্পানির গাড়িও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
SBI bank news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore