Home » রেকর্ড সংক্রমণ মেদিনীপুর শহর ও শহরতলিতে, মঙ্গলবারের রিপোর্টে করোনায় আক্রান্ত ৪০ জন

রেকর্ড সংক্রমণ মেদিনীপুর শহর ও শহরতলিতে, মঙ্গলবারের রিপোর্টে করোনায় আক্রান্ত ৪০ জন

by Biplabi Sabyasachi
0 comments

medinipur corona news, coronavirus, covid-19, latest bengali news, coronavirus, covid-19, biplabi sabyasachi news

পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের রাতের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ৮০ জন । পূর্বের তুলনায় মোট আক্রান্তের সংখ্যা কম হলেও মেদিনীপুর হু হু করে বাড়ছে সংক্রমণ। মেদিনীপুর শহর ও শহরতলীতে হাতের রিপোর্ট অনুযায়ী মোট ৪০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রেলশহরে ২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও দাসপুর ও সবংয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ১৮ জন। coronavirus, coronavirus

  • আরও পড়ুনমধ্যযুগীয় বর্বরতা, ছাগল চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে গণপিটুনি যুবককে
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রথম শ্রেণির করোনা যোদ্ধা তথা স্বাস্থ্য কর্মী, চিকিৎসা কর্মী ও নার্স সহ মোট ১৩ জনের (বৃদ্ধ-৬৩, যুবক-২০, বৃদ্ধ-৫৬, যুবতী-২৫, বৃদ্ধা-৫৬,যুবতী-২৫, যুবক-২৬,যুবতী-২৯, বৃদ্ধ-৫২, মহিলা -৪৩, যুবক-২৫, যুবক-২৬ ও পুরুষ-৩০) রিপোর্ট পজিটিভ এসেছে। সামনের সারিতে থেকে করোনা রুখতে গিয়ে সংক্রমণের শিকার হয়েছেন তারা। কিন্তু দমে যাননি বরং অন্যদের লড়াই করার সাহস যুগিয়েছেন ।চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সবাই মনে করছেন আক্রান্ত হওয়ার পরেও তাদের যুদ্ধ শেষ হয়নি বরং তারা আরও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে সেবা করতে পারবেন ।কোতোয়ালীর অধীনে বক্সীবাজার সংলগ্ন দক্ষিনপাড়া এলাকায় এক মহিলা (৩৮) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন সঙ্গতবাজার এলাকায় একই পরিবারের ৩ জনের (শিশু কন্যা-৩, বৃদ্ধ-৬৩, বৃদ্ধ-৫৮) করোনা রিপোর্ট পজিটিভ আসে। শহরের ভোলাময়রা চক (পুরুষ-৩২) ও সিপাইবাজার (বৃদ্ধ-৫৮) এলাকায় দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়।
  • আরও পড়ুন- প্রতিকূলতাকে জয় করে শালবনীর করোনা হাসপাতাল স্বমহিমায়, সদ্যজাত সন্তান সহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা
  • মেদিনীপুর শহরের প্রথম শ্রেণির করোনা যোদ্ধা তথা (৫জন) পুলিশ কর্মীরও (কোতোয়ালী থানার) (পুরুষ-৫৩, যুবক-২৫, বৃদ্ধ-৬২, বৃদ্ধ-৬১, পুরুষ ৩৬) মঙ্গলবারের রাতের রিপোর্টে করোনায় আক্রান্ত হন।শহর সংলগ্ন খয়েরুল্লাচকে এক ১০ বছর ও ১৪ বছরের এক কিশোর সহ এক যুবতীও (৩০) করোনায় আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর সিপাইবাজার এলাকায় এক ১৫ বছরের কিশোর সহ এক ২৭ বছরের মহিলারও করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুরের শরৎপল্লীতে এক বৃদ্ধ (৪৯) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। এছাড়াও মেদিনীপুর শজরতলির গুড়গুড়িপালে ৬ জনের (যুবক-২০, যুবক-১৯, যুবক-১৯, যুবক-২৭, যুবক, যুবক-১৯) করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ফাইল চিত্র

আরও পড়ুন- খড়গপুর মহকুমা হাসপাতালের প্রবেশদ্বারে পড়ে রইল ব্যবহৃত পিপই কিট, ক্ষোভ বাসিন্দাদের

আবার খড়গপুর শহরে জেলা স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের রাতের রিপোর্ট অনুযায়ী একই দিনে ২২ জন আক্রান্ত হলেন । আর খড়্গপুর মহকুমা আক্রান্ত হলেন প্রায় ৩১ জন । খড়গপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের আরামবটি এলাকার একই পরিবারের ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে । খড়গপুর শহরের ইন্দা বাজারের এক মাংস বিক্রেতা (৩০) এবং ওই যুবক ই পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের অস্থায়ী কর্মী তিনিও করোণায় আক্রান্ত হয়েছেন । জ্বর আর সর্দি কাশি নিয়ে সোয়াব টেস্ট করিয়েছিল গতকাল ৩০ জনেরও বেশি অমীমাংসিত ছিল তার মধ্যে এই যুবকের নামও ছিল, কিন্ত মঙ্গলবার রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের খবর জানাজানি হতে না হতেই গোটা বাজার জুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । জানা যায়, কন্টেইনমেন্ট এলাকাতে ঘুরে ঘুরে জীবানুনাশক স্প্রে করতে গিয়েই আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক অনুমাণ স্বাস্থ্য দফতর সূত্রে। ঝাপেটাপুর রেল আবাসনের (Q-No. cm/10) কোয়ার্টারের একই পরিবারের ৪ জনের (মহিলা-৩২, শিশু-৫, বৃদ্ধা-৫৫, বৃদ্ধ-৬০) রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন – ফের ২ পড়ুয়া সহ এক স্বাস্থ্যকর্মী সংক্রমিত আইআইটি’তে, শত সচেতনতাতেও এড়ানো গেল না সংক্রমণ

পশ্চিম মেদিনীপুর জেলায় সবংয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। তিলন্তপাড়া ৯ নং বলপাই গ্রাম পঞ্চায়েতের সবংয়ে একই পরিবারের ৩ জন (মহিলা-৩০, কিশোরী-৯, শিশু -২) করোনায় আক্রান্ত হয়েছেন। সবংয়ের বিষ্ণুপুর ১৩ নং সবং গ্রাম পঞ্চায়েতের এক ২৪ বছরের এক যুবতী সহ এক ৫৫ বছরের বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও সাউথপাড়া ৮ নং সবং গ্রাম পঞ্চায়েতের এক যুবতীর (৩২) করোনা রিপোর্ট পজিটিভ আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.