Ratha yatra
আরও পড়ুন ঃ–দিঘায় বেড়াতে যেতে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশকা জেলা প্রশাসনের
পত্রিকা প্রতিনিধি: রথের দড়ি টানতে না পারলেও পুজো দিতে ভক্তদের ভিড় মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে। করোনা আবহে এবারে বন্ধ রথযাত্রা। বসবে না মেলাও। বেশ কিছুটা হতাশ শহরবাসী।
সোমবার বিকেল থেকে জগন্নাথ মন্দির চত্ত্বরে পুজো দিতে ভিড় জমান ভক্তরা। শুরু হয়েছে সন্ধ্যারতি। সন্ধ্যারতির পর রথ যাবে অস্থায়ী মাসী বাড়িতে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরের পাশের এলাকায় অস্থায়ী মাসি বাড়িতে বিগ্রহ নিয়ে যাওয়া হবে। সোশ্যাল মাধ্যমে দেখা যাবে সন্ধ্যারতি। মেদিনীপুর শহরের প্রাচীন এই রথযাত্রাকে ঘিরে শহর ছাড়িয়ে জেলাবাসীর উন্মাদনা রয়েছে। সব কিছু বদলে দিয়েছে করোনা। যেটুকু আচার-অনুষ্ঠান করতে হয়, সেটুকুই করা হচ্ছে এবারে রথযাত্রায়।
জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে নতুনবাজার এলাকায় রয়েছে মাসির বাড়ি। স্বাভাবিক পরিস্থিতিতে অন্যান্য বছর শহর পরিক্রমা করে সেখানে বিগ্রহ নিয়ে যাওয়া হতো। কিন্তু এবারে বিগ্রহ নিয়ে যাওয়া হবে না। মন্দিরের পাশে অফিস সংলগ্ন এলাকায় অস্থায়ী মাসির বাড়ি তৈরি করা হয়েছে। সেখানেই বিগ্রহ নিয়ে যাওয়া হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ratha yatra
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore