SUCI party
আরও পড়ুন ঃ–দিঘায় দেড় কুইন্ট্যাল ওজনের সামুদ্রিক কই উদ্ধার, বাজারে বিক্রি হল ৩৫ হাজার টাকায়
পত্রিকা প্রতিনিধি: বাংলার আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি, স্বজনপোষণ এবং তৃণমূল না করলে একশো দিনের কাজ না দেওয়ার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খুড়শী গ্রাম পঞ্চায়েতে বুধবার বিক্ষোভ দেখাল এসইউসিআই। এদিন বিকেলে মিছিল করে পঞ্চায়েত অফিসে পৌঁছালে পুলিশ পথ আটকায়। সেখানেই এসইউসিআই দলের কর্মী সমর্থকের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি বাঁধে। পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ।
আরও পড়ুন ঃ–বেপোরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় খড়্গপুরে যুবককে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
পুলিশের লাঠিচার্জে এসইউসিআই দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয় বলে দলের নেতা স্বদেশ পড়িয়া জানান। তিনি বলেন, খুড়শী পঞ্চায়েত এলাকায় বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায় করছে তৃণমূল। এমনকি কেউ বাড়ি পেলে তার কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করছে তৃণমূলের নেতারা। তৃণমূল না করলে তাকে জব কার্ডে একশো দিনের কাজও দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে এবং বিডিও অফিসে বারংবার জানালেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়েই আজ পঞ্চায়েত অফিস ঘেরাও এর ডাক দেয় এসইউসিআই। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে দাবি না মিটলে ফের ঘেরাও-এর হুঁশিয়ারি এসইউসিআই দলের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
SUCI party
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore