Home » বিদ্যুতের অনিয়মিত সরবরাহের দাবিতে কেশিয়াড়ীতে অভিনব প্রতিবাদ কর্মসূচী পালন

বিদ্যুতের অনিয়মিত সরবরাহের দাবিতে কেশিয়াড়ীতে অভিনব প্রতিবাদ কর্মসূচী পালন

by Biplabi Sabyasachi
0 comments

Electricity supply

আরও পড়ুন ঃশুভেন্দু ঘনিষ্ঠ ৩ জনকে অস্ত্র আইনে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ

পত্রিকা প্রতিনিধিঃ একফোঁটা বৃষ্টি পড়লেই লোডশেডিং। বজ্রপাত সহ বৃষ্টিপাতের পর কার্যত বেহাল অবস্থা বিদ্যুতের। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর, শালবনী, কেশিয়াড়ী ব্লকের বিস্তীর্ণ এলাকা দীর্ঘসময় বিদ্যুৎহীন থাকছে। তাই বিদ্যুৎ অফিসে অভিনবভাবে প্রতিবাদ জানানোর কর্মসূচি গ্রহণ করে কেশিয়াড়ী ব্লকের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদ্বিশততমবর্ষ উদযাপন কমিটি।

নিজস্ব চিত্র

মূলত বিদ্যুৎ না থাকা তথা ঘন ঘন লোডশেডিং-এর কারণ জানতে কমিটির তরফে সোমবার কেশিয়াড়ী বিদ্যুৎ অফিসে এসেছিলেন বেশ কয়েকজন। কর্মসূচি ছিল পুষ্পস্তবক অর্পণ করে বিদ্যুৎ না থাকার কারণে কথা বলবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সাথে। কিন্তু কারণ জানা দুরস্ত ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আধিকারিকের দেখা পাননি বলে জানান কমিটির সদস্যরা। এক আধিকারিকের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি সামান্য সৌজন্যতা দেখাননি বলে অভিযোগ। কেশিয়াড়ী ব্লক কমিটির সম্পাদক প্রবীর ভট্টাচার্য জানান, অধিকাংশ সময় লোডশেডিং থাকছে।  সন্ধ্যের সময় বিদ্যুৎ না থাকার কারণে ছেলে মেয়েদের পড়াশোনায় অসুবিধে হচ্ছে। তা জানাতে এসে বিদ্যুৎ দপ্তরের অসহযোগিতায় অসন্তোষ প্রকাশ করেন।

বেলা ১১ থেকে ১ টা পর্যন্ত অপেক্ষা করার পরও সংশ্লিষ্ট আধিকারিক আসেননি বলে জানান তিনি। কেশিয়াড়ী বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুবির কুমার জানিয়েছেন, বেপরোয়া বজ্রপাতের ফলে ইলেভেন কেবি লাইনে ইনসুলেটারের প্রচুর ক্ষতি হয়েছে। শুধু তাই নয় চোরা ফল্টের ফলে সামান্য বৃষ্টিতেই বিদ্যুতের সমস্যা হচ্ছে। এবছর ব্যাপকহারে বজ্রপাতের কারণে এই বিপত্তি ঘটেছে। তবে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি এবং এই সংগঠনের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানান।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Electricity supply

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.