Sand News
আরও পড়ুন ঃ-এবার ভুয়ো পুলিশ সেজে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ খোদ মেদিনীপুর শহরে
পত্রিকা প্রতিনিধি: জেলায় অবৈধ বালি খাদান বন্ধে কোনো রাজনৈতিক রং দেখা হবে না বলে হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। জেলায় রমরমিয়ে চলছিল অবৈধ বালি কারবার। অসাধু উপায়ে নদীগর্ভ থেকে তোলা হচ্ছিল বালি। অভিযোগ, বিভিন্ন বালি খাদানের সঙ্গে জড়িত শাসক দলের নেতাদের একাংশের মদত রয়েছে। যে কারণে পুলিশ ও ভূমি দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। বালি থেকে মোটা টাকা আসতো তৃণমূলের পার্টি ফান্ডে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির হুঁশিয়ারি অবৈধ বালি খাদান বন্ধ করতে কোন রাজনৈতিক রং দেখা হবে না।
অবৈধ ভাবে বালি পাচার নিয়ে একাধিক অভিযোগ ওঠার পর পুলিশ প্রশাসন ও ভূমি দফতরের আধিকারিকদের যৌথ অভিযানে শুরু হয়েছে ধরপাকড়। জেলার মেদিনীপুর সদর, শালবনী, গড়বেতা থেকে অবৈধ ও ওভারলোডেড বহু বালি গাড়ি আটক করে পুলিশ। বিভিন্ন রাস্তায় চলছে নাকা চেকিং। আপাতত কংসাবতী, শিলাবতী সহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা বন্ধ হয়েছে। তার মধ্যেও রাতের অন্ধকারে বেশকিছু খাদানে বালি তুলে পাচার চলছে। সেইসব খাদানও বন্ধ হয়ে যাবে বলে জানান অজিত মাইতি। এদিন জেলা শাসককে পাশে রেখে তিনি বলেন, পুলিশ সুপার ও জেলা শাসক অভিযান চালাচ্ছেন অবৈধ বালি কারবার বন্ধ করতে। আগামী দিনে সমস্ত অবৈধ বালি খাদান জেলায় বন্ধ হয়ে যাবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sand News
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore