Home » বিদ‍্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে সরাতে অনাস্থা চিঠি মুখ্যমন্ত্রীকে

বিদ‍্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে সরাতে অনাস্থা চিঠি মুখ্যমন্ত্রীকে

by Biplabi Sabyasachi
0 comments

Letter to the CM

আরও পড়ুন ঃঅবৈধ বালি কারবারে পশ্চিম মেদিনীপুরে আটক ট্রাক্টর ও জেসিবি

পত্রিকা প্রতিনিধিঃ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতি শুরু।মেদিনীপুরের (Medinipur) বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের(Bank) চেয়ারম্যান পদে আসীন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১৪ সাল থেকে তিনি এই পদে রয়েছেন আজও। এবার বিজেপি(Bjp) নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রী(Chif Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কে চিঠি দিলেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টররা। গত বছর ১৯ ডিসেম্বর শুভেন্দু(Suvendu) অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে মেদিনীপুর কলেজ মাঠের সভায় বিজেপিতে যোগ দেন। তারপর থেকে দূরত্ব বাড়ে ব্যাঙ্কে। বিদ্যাসাগর ব্যাঙ্কে ১৬ জন ডিরেক্টর নির্বাচিত আছেন। তার মধ্যে ১৩ জন শুভেন্দুর বিপক্ষে।

অনাস্থা নিয়ে ব্যাঙ্কের ১৩ জন ডিরেক্টর তৃণমূলের পশ্চিম মেদিনীপুর(West Medinipur) জেলা সভাপতি অজিত মাইতির সঙ্গে বৈঠকও করেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জেলা সভাপতি অজিত মাইতি মানছেন এই বৈঠকের কথা। তিনি বলেন, ব্যাঙ্কের ডিরেক্টররা চাইছেন না শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) চেয়ারম্যান পদে থাকুন। জানা গিয়েছে, অজিত মাইতির মাধ্যমে অনাস্থার অনুমতির চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে। ব্যাঙ্কের এক ডিরেক্টর বলেন, শুভেন্দুবাবুকে চেয়ারম্যান হিসেবে ডিরেক্টররা চাইছেন না। তাই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Letter to the CM

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.