June Malia and Dilip Ghosh together at the inauguration of Foot Bridge in Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর রেলওয়ে স্টেশনে নবনির্মিত ফুটব্রিজ ও প্ল্যাটফর্মের প্রশস্তিকরণের উদ্বোধন হল রবিবার। রেলওয়ের পক্ষ থেকে এই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও তৃণমূলের মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়াকে। দুই জন প্রতিনিধিই উপস্থিত হয়েছিলেন উদ্বোধন অনুষ্ঠানে। সঙ্গে দুই দলের অনুগামীরাও। উদ্বোধন অনুষ্ঠানে এক মঞ্চে পাশাপাশি দেখা গিয়েছে জুন মালিয়া ও দিলীপ ঘোষকে।
আরও পড়ুন:- রঙ খেলার পর মেদিনীপুরে কংসাবতী নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল যুবকের
এই চিত্র অনেকটাই বিরল রাজ্যে। পরিস্থিতিকে আরেকটু মাত্রা বাড়িয়ে দেয় দুই পক্ষের অনুগামীদের মুহুর্মুহু “জয় শ্রীরাম” ও “জয় বাংলা” স্লোগান। স্লোগানে উপস্থিত রেলওয়ে আধিকারিকরা চিন্তায় পড়ে গিয়েছিলেন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে। তবে স্বাভাবিকভাবেই উদ্বোধন পর্ব শেষ হয়। এদিন উদ্বোধন মঞ্চে জুন মালিয়া বলেন, “আমাদের সকলকে এই রাজনীতির বাইরে থেকে উন্নয়নমূলক কাজে মন দেওয়া উচিত। এই প্রথম দিলীপ বাবুর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হলো একসঙ্গে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দরকার”।
Foot Bridge Inauguration
আরও পড়ুন:- দোল উৎসবের দিন ঐতিহ্যবাহী রথযাত্রা পালন পূর্ব মেদিনীপুরে
আরও পড়ুন:- পাঁশকুড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দ্বিতল মাটির বাড়ি , মৃত ১
তবে বারবার “জয় শ্রীরাম” স্লোগানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে জুন মালিয়া বলেন, “আমি এগুলোকে বেশি গুরুত্ব দিই না। আমরা উদ্বোধন ও উন্নয়নমূলক কাজের জন্য উপস্থিত হয়েছিলাম।” জুন মালিয়া বেরিয়ে যাওয়ার পরে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তিনি এদিন নিজের বক্তব্যের মাঝেই হালকা কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য সরকারকে। দিলীপ ঘোষ বলেন, “বহু মানুষ আমাদেরকে একত্রে একমঞ্চে দেখে হয়তো হতচকিত হয়ে গিয়েছেন।
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
কিন্তু এটা সত্য কেন্দ্র সরকার যেখানেই যাই কর্মসূচি হোক স্থানীয় যে দলের প্রতিনিধি হোক না তাদের ডাকেন। এই রাজ্য সরকারের সেটা দেখে শেখা উচিত। আমরা আশা রাখবো এই সৌজন্যতা রাজ্য সরকার দেখাবে অন্যান্য স্থানেও। কারণ সকলকে সাধারণ মানুষ সমর্থন দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছেন। উন্নয়নের ক্ষেত্রে বা মানুষের কাজের ক্ষেত্রে একে অপরের সহযোগিতার প্রয়োজন রয়েছে।”
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে দলের নির্দেশ না মেনে ভোটাভুটিতে পুরপ্রধান, রাজ্য নেতৃত্ব বহিষ্কার করতেই পদত্যাগ অদ্যুতের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Foot Bridge Inauguration
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore