Jhargram Jangalmahal Utsav 2022 is started with the name Confusion and controversy of MLA in the invitation letter.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ঝাড়গ্রাম জেলায় শুরু হয়েছে অষ্টম জঙ্গলমহল উৎসব। অবশ্য উৎসবের শুরুতে আমন্ত্রণপত্রে বিভ্রাট নিয়ে বিতর্ক বাধে দুই বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত এবং দেবনাথ হাঁসদার নামই বাদ দিয়ে দেওয়া হয় আমন্ত্রণপত্র থেকে। বীরবাহা সরেন টুডুর নির্দিষ্ট পরিচয় না লিখে স্বাধীন দায়িত্ব মন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:- ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল
আরও পড়ুন:- মাদুলিতেই সারবে করোনা! খবর পেয়ে পুলিশ যেতেই বেপাত্তা ‘মাদুলিবাবা’
আরও পড়ুন:- সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নয়া মেশিন মেদিনীপুর পুরসভায়, শহরে ৩টি গভীর নলকূপের উদ্বোধন করলেন বিধায়ক
Jhargram Jangalmahal Utsav 2022
প্রতিমন্ত্রী বীরবাহাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে গুঞ্জন । সোমবার অনুষ্ঠান মঞ্চে নির্দিষ্ট প্রোটোকল ভেঙে সামনের সারিতে জেলাশাসক, পুলিস সুপার বসেন । বিধায়কদের পিছনে বসতে দেওয়া হয় । যারা সঞ্চালনা করছেন তাঁদের বক্তব্যে ভুল ধরা পড়ে । সবমিলে চরম বিশৃঙ্খলার মধ্যে শুরু হল জঙ্গলমহল উৎসব।
আরও পড়ুন:- ক্যাম্পাসে দ্রুত ছড়াচ্ছে করোনা, ২৩ জানুয়ারি অবধি লকডাউন Kharagpur IIT
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলা জঙ্গলমহল উৎসব শুরু হল মেদিনীপুরে
শুধু তাই নয় যাদের জন্যই মেলা সেই জনসাধারণকে ঢুকতে দেওয়া হয়নি মেলাপ্রাঙ্গণে। এসডিও অফিসে প্রোগ্রামের জন্য ডাকার পরেও ঢুকতে দেওয়া হয়নি। ফলে চরম হতাশ হন সাধারণ মানুষ । তাদের বক্তব্য যাদের জন্য মেলা তাদেরই বাদ দিলে আর মেলা করে কি লাভ? এ ব্যাপারে এক সরকারি আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান এটা সিএমওর দপ্তর থেকে করা হয়।
আরও পড়ুন:- ঐতিহ্যে থাবা বসাল করোনা! পশ্চিম মেদিনীপুরের বামুনবুড়ির পুজোতে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে
আরও পড়ুন:- প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামী অধ্যাপক গোষ্ঠবিহারি সেন
তাই কোনো মন্তব্য করতে পারবেন না। অভিযোগ মঞ্চে বসার ব্যবস্থাপনা থেকে শুরু করে নামবিভ্রাট সবটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আর সবকিছুতে বলা হয়েছে সি এম ও দফতরের কথা। অথছ এই মেলা সম্পূর্নটাই হয় পশ্চিমাঞ্চল দফতরের তত্ত্বাবধানে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jhargram Jangalmahal Utsav 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The eighth Jangalmahal festival has started in the Jhargram district. However, at the beginning of the festival, the names of two MLAs Khagendranath Mahat and Debnath Hansdar were dropped from the invitation letter due to controversy over the discrepancy in the invitation letter. Birbaha Saran Tudu has been mentioned as the Minister of Independent Responsibility without specifying his identity.
However, State Minister Birbaha has been mentioned as an independent minister in charge. After that, Rumors have started in various quarters about this. As a result, the district magistrate, police super sat in the front row on Monday breaking the specific protocol on the stage. MLAs are allowed to sit at the back. Those who are performing are misunderstood. As a result, the Jangalmahal festival started in the midst of extreme chaos.
Not only that, the people for whom the fair was not allowed to enter the fairgrounds. He was not allowed to enter the SDO office even after calling for the program. As a result, ordinary people became extremely disappointed. What is the benefit of excluding those whose statements are for the fair? When asked about this, a government official said that it was done from the CMO’s office.
So can’t comment. From the management of the complaint stage to the anonymity, everything has been done on purpose. And everything has been said about the CM and the office. However, this fair is entirely under the supervision of the Western Region Office.