plan
আরও পড়ুন ঃ– প্রায় দশ কিলোমিটার নদীতে সাঁতরে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে এসে উঠল হাতির পাল
পত্রিকা প্রতিনিধি: আজ ঘাটালে বন্যা পরিদর্শনে যান তৃণমূল সাংসদ দেব (Dev)। ঘাটালে (Ghatal)এসে তিনি বলেন , যত দিন না মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) প্রধান মন্ত্রী (Prime Minister) হচ্ছেন , ততদিন মনে হয় না Ghatal Master Plan বাস্তবায়িত হবে।তিনি আরো বলেন, ‘ভোটের আগে অনেকে এসে বলেছিল সোনার বাংলা বানাব। এই করব সেই করব। ভোটের পর কারও হদিস পাওয়া যাচ্ছে না।’
আরও পড়ুন ঃ– আস্থা দিদিতেই ! নিয়োগের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের
বুধবার ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল সাংসদ। বেশ কয়েকটি জলমগ্ন এলাকাও পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে ।তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন ।Ghatal Master Plan নিয়ে এদিম কেন্দ্র সরকারকেও নিশানা করেন দেব। জানান, ‘এতদিন ধরে এত বলার পর এত চিঠি দেওয়ার পর যদি তাদের ঘুম না ভাঙে শুধু ভোটের সম্ভাবনা রাজ্যে এসে বড় বড় কথা বলে চলে যান সেটা দুঃখজনক।’তিনি বলেন ,দিল্লীতে থাকা সত্ত্বেও ঘাটালের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আর দিল্লীতে থাকতে পারেননি তিনি। ঘাটালের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমানে মানুষ সত্যিই কষ্টের মধ্যে রয়েছে। চেষ্টা করতে হবে, এই সময়ের বিরুদ্ধে লড়াই করে পুরোনো জীবনে ফিরিয়ে আনা।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
plan
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore