BJP news
আরও পড়ুন ঃ–জেলাজুড়ে অক্সিজেন সংকট ! পশ্চিম মেদিনীপুর স্থগিত সমস্ত অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ
পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যের বিধানসভা নির্বাচনেবিজেপির ভরাডুবির পর যে সমস্ত এলাকার বুথে বিজেপি এগিয়ে রয়েছে, আর সেখানে সরকারি কোনও পরিষেবা দেওয়া যাবে না এমনই কথা জানান ঘাটালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক(MLA) শঙ্কর দলুই (Shankar Dolui)। উল্লেখ্য, দীর্ঘদিন তৃণমূলে জয় লাভের পর ঘাটাল বিধানসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর দলুইকে হারিয়ে ঘাটাল বিধানসভায় জয়লাভ করেন বিজেপি (BJP) প্রার্থী শীতল কপাট। তব এই ঘটনার পর ওই বিধানসভার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ফোনে এই কথা জারির অডিও (Audio) রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর যা নিয়ে কার্যত চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে ঘাটালের প্রাক্তন বিধায়কের এই ঘটনা কোনোভাবে মানতে না পেরে বিডিও( BDO) -র কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান।
অপরদিকে পঞ্চায়েত প্রধান পুতুল পাত্র-র অভিযোগ, ‘ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই টেলিফোনে রীতিমতো হুমকি দিয়েছেন তাঁকে। তিনি হুমকি দিয়ে বলেন, এই বিধানসভার যে যে বূধে বিজেপি (BJP)-র এগিয়ে রয়েছে সেখানে কোন ভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে না। পাশাপাশি তাদের সমস্ত সরকারি পরিষেবা দিতে নিষেধ করেছেন তিনি। অপরদিকে আয়ের সংশাপত্র, কন্যাশ্রী-রূপশ্রীর মতো সার্টিফিকেট দিতে স্পষ্ট মানা করে দিয়েছেন তিনি।’ তাঁর সংযোজন, ‘এইভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ইস্তফা দিয়েছি।’ তবে শুধু প্রাক্তন বিধায়কই নন, পুতুল পাত্রর দাবি, নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে দলের অন্য নেতৃত্বের তরফেও। এর পরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিডিও (BDO)-র কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এই ঘটনায় ইতিমধ্যে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে জেলা থেকে রাজ্যের রাজনীতিতে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore