Demonstration
আরও পড়ুন ঃ– কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি থেকে অপসারিত শুভেন্দু
পত্রিকা প্রতিনিধিঃ রাস্তা সংস্কার, প্রকৃত গরীবদের সরকারী প্রকল্পে বাড়ি দেওয়া, সরকারী ভাবে স্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা সহ একাধিক দাবিতে সোমবার নারায়ণগড় ব্লকের ১৩নং বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল এসইউসিআই (কমিউনিস্ট)। এদিন মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে পৌঁছায় দলের কর্মী সমর্থকরা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের লোকাল কমিটির সম্পাদক শ্যামাপদ জানা।
সভা শেষে দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেন দফতরে। দাবি রেখেছে, অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পাকা ও গ্রামীণ রাস্তাগুলি সংস্কার করা, বাংলা আবাস যোজনায় যাদের নাম নেই তাদের নাম তালিকাভুক্ত, অঞ্চলে স্থায়ী ধান ক্রয় কেন্দ্র খুলে কৃষকদের কাছ থেকে সরকারী মূল্যে ধান ক্রয় করার। শ্যামাপদ জানা বলেন, একাধিক দাবিতে পঞ্চায়েত দফতরে ডেপুটেশন দেওয়া হয়েছে। কেলেঘাই নদীর উপর মান্দার ও গোনুয়ার যোগাযোগস্থলে পাকার সেতু নির্মাণ করা, পঞ্চায়েতে চুরি-দুর্নীতি-স্বজন পোষণ-কাঠমানি-দলবাজী বন্ধ করার দাবি জানানো হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Demonstration
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore