Cyclone Jawad
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ঘূর্ণিঝড় জাওয়াদ ইতিমধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দিঘা (Digha), শঙ্করপুর, তাজপুর সহ উপকূলবর্তী এলাকা ও জেলাগুলিতে। আর সেই কারণে দুর্যোগের আশঙ্কায় বাড়তি নজরদারি জেলা প্রশাসনের। শুধু তাই নয়, সমুদ্র সৈকতগুলিতেও চলছে নজরদারি। তবে বষ্টি ও জলোচ্ছাস উপভোগে দড়ির বাঁধনেই আটকে পর্যটকরা। দিঘায় রবিবার সকাল শুরুই হল বৃষ্টি, ঘন কুয়াশা এবং দমকা হাওয়া দিয়ে।
আরও পড়ুন:- প্রাথমিকের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে ২ জানুয়ারি, নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর
আরও পড়ুন:- অন্যদের সাহস জুগিয়ে পঁচাত্তরেই না ফেরার দেশে মেদিনীপুরের শিক্ষাব্রতী অগম প্রসাদ রায়
হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে ভারী বৃষ্টি হতে পারে দিঘায় সেই কারণে প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে তৎপর রয়েছে জেলা প্রশাসনও। ইতিমধ্যে শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া। পাশাপাশি সমুদ্রের জলস্তর বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার জন্য পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রসৈকতে নামানো হয়েছে এনডিআরঅফ টিম। সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে। পাশাপাশি কাজে কোনও ফাঁক ফোকড় রাখতে নারাজ পুলিশও। এহেন পরিস্থিতিতে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি গত তিনদিন দিঘায় উপস্থিত থেকে সমগ্র পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন।
Cyclone Jawad
আরও পড়ুন:- Kharagpur IIT-র ক্যাম্পাসিংয়ে বার্ষিক 1 কোটি 20 লক্ষ টাকা বেতনে চাকরি পেলেন মেদিনীপুরের পড়ুয়া
ইতিমধ্যে দিঘা,শংকরপুর উন্নয়ন পর্ষদ সহ বেশ কিছু ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room)। সমুদ্র তট ও অপেক্ষাকৃত নীচু তলায় বসবাসকারী মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। রামনগরের (Ramnagar) একটি ব্লকে পঞ্চাশটির বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। মজুত করা হয়েছে শুকনো খাবার,চাল সহ ত্রিপল। তাজপুর,শংকরপুর,দিঘা,নিউ দিঘায় নজরদারি রয়েছে। পাশাপাশি মন্দারমণি (Mandarmani), কালিন্দি (Kalindi), দাদনপাত্র বাড়, এই সব এলাকাও নজরের রয়েছে। নজরদারি চালাচ্ছে এনডিআরঅফ-এর দু’টি দল।
আরও পড়ুন:- জাওয়াদ সর্তকতায় দিঘায় লাগাতার মাইকিং , পরিদর্শনে মৎস্যমন্ত্রী অখিল
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি দিঘায় অপরটি কাঁথিতে নজরদারি চালাচ্ছে। সঙ্গে সিভিল ডিফেন্স ও জেলা পুলিশের নজরদারিও রয়েছে। দীঘায় আগত এনডিআরঅফ টিমের এক আধিকারিক বলেন, আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল,শুরু হয়েছে সমুদ্রে বড় বড় ঢেউ। আমরা সাধারন মানুষকে আশ্বস্ত করতে চাই তারা যেন চিন্তিত না হয়, আমরা সব সময় তাদের পাশে রয়েছি বলে জানান তিনি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার দুপুর্ তা পুরীর উপকূলে অবস্থান করবে। তখন আরও শক্তিক্ষয় করে তা সরে আসবে উত্তর-পূর্ব দিকে। তারপরই বাংলার উপকূলে প্রভাব পড়তে শুরু হবে।
আরও পড়ুন:- হাতির হানা নাকি অন্য কারণ, পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে ব্যক্তির মৃত্যুকে ঘিরে ধন্দ
বাংলার উপকূলবর্তী এলাকা ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেলেও দুর্যোগ এড়ানো যাবে না। সোমবার সকাল পর্যন্ত জাওয়াদের প্রভাব থাকবে। অর্থাত্ সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল থাকবে সমুদ্র। তাই সোমবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র সৈকতে যাওয়ার অনুমতি নেই কোনও পর্যটকেরও। সোমবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবারের পর আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
আরও পড়ুন:-পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের , আহত ৬
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Cyclone Jawad
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Cyclone Jawad has already lost strength and turned into a deep depression. As a result, torrential rains have already started in coastal areas and districts including Digha, Shankarpur, and Tajpur. And for that reason, the district administration has extra surveillance in case of disaster. Not only that but the beaches are also being monitored. However, tourists are stuck in the ropes to enjoy the rain and tidal wave. Sunday morning in Digha started with rain, thick fog, and gusty winds.
The weather office had earlier predicted heavy rains in Digha, which is why the district administration is also keeping pace with nature. The storm has already started with light rain. Besides, the sea level is rising. An NDRF team has already been deployed at the beach in the East Midnapore district to deal with the disaster. Being warned by miking on the beach. Besides, the police are also reluctant to leave any gaps in the work. In such a situation, the district governor Purnendu Majhi has been present in Digha for the last three days and is trying to deal with the whole situation.
In the meantime, control rooms have been opened in several blocks including Digha, Shankarpur Unnayan Parishad. People living on beaches and relatively low-lying areas have already been evacuated. More than fifty relief camps have been opened in a block of Ramnagar. Triple dried food, including rice. There is surveillance in Tajpur, Shankarpur, Digha, New Digha. Besides Mandarmani, Kalindi, Dadanpatra Bar, all these areas are also insight. Two NDRF teams are monitoring the situation.
According to administration sources, one Digha is monitoring the other Kanthi. There is also surveillance of civil defense and district police. “We have taken all possible measures,” said an official of the NDRF team who arrived in Digha. The wind has been blowing since morning. The sea is rough, the waves are big. “We want to reassure ordinary people that they are not worried, we are always by their side,” he said. According to the meteorological office, it will be on the coast of Puri on Sunday afternoon. Then it will move to the northeast with more energy loss. Only then will the coast of Bengal begin to be affected.
Even if the coastal areas of Bengal are protected from the effects of storms, disasters cannot be avoided. Javad will have effect till Monday morning. That means there is a possibility of rain till Monday. Stormy winds will blow along the coast. The sea will be rough. Therefore, fishermen have been banned from going to sea till Monday. No tourist is allowed to go to the beach. There will also be catastrophic weather on Monday. There is a possibility of heavy rain in the adjoining districts of Bangladesh. However, the weather will start improving after Tuesday, according to the Meteorological Department.