Home » Road Accident : দুর্ঘটনায় মৃত্যু সহপাঠীর,পশ্চিম মেদিনীপুরে বেহাল রাস্তা সারাইয়ের প্রতিবাদে অর্থ সংগ্রহ পড়ুয়াদের

Road Accident : দুর্ঘটনায় মৃত্যু সহপাঠীর,পশ্চিম মেদিনীপুরে বেহাল রাস্তা সারাইয়ের প্রতিবাদে অর্থ সংগ্রহ পড়ুয়াদের

by Biplabi Sabyasachi
0 comments

Classmates killed in road accident, students raise money in protest

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘আমাদের স্কুল যাওয়ার রাস্তা খুব খারাপ,সরকার উদাসীন রাস্তা সারানোর জন্য মুক্ত হস্তে দান করুন’। বেহাল রাস্তায় দাঁড়িয়ে দাসপুরে অভিনব প্রতিবাদ। ছাত্রছাত্রীরাই সরকারী রাস্তা সারাইয়ের আবেদনে পথ চলতি মানুষের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায়। যা পারবেন দান করুন,হাত জড়ো করে আবেদন করছি আপনারা আর্থিক সাহায্য করুন। এই টাকাই আমরা দাসপুর ১ ব্লক প্রশাসনের কাছে তুলে দেব। তবেই দ্রুত এই রাস্তার মেরামত হবে।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন দফতর ও পুলিশের সাঁড়াশি আক্রমণে পিছু হটল শিকারিরা, বাজেয়াপ্ত অস্ত্র

Road Accident
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুরে ফুট ব্রিজের উদ্বোধনে একসঙ্গে জুন মালিয়া ও দিলীপ ঘোষ, উঠল “জয় বাংলা” “জয় শ্রীরাম” স্লোগান

আমাদের বান্ধবীর মতো আর কোনো ছাত্রছাত্রী পথ চলতি মানুষকে খারাপ রাস্তার কারণে অকালে প্রাণ হারাতে হবে না। এই আবেদন নিয়েই আজ রবিবারের সকাল থেকেই দাসপুরের কল্মীজোড় এলাকায় পথে নেমেছে এলাকার ছাত্রছাত্রীরা। উল্লেখ্য ৯ মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে সকাল ১০টা নাগাদ দাসপুর ১ ব্লকের এই বেলতলা সরবেড়িয়ার বেহাল রাস্তায় মেশিন ট্রলির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ব্রাহ্মনবসান উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেনী ছাত্রী নাতাশা পোড়িয়ার।

Road Accident

আরও পড়ুন:- রঙ খেলার পর মেদিনীপুরে কংসাবতী নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল যুবকের

Road Accident
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বন দফতরের অনুমতি ছাড়াই নির্বিচারে বৃক্ষছেদন পশ্চিম মেদিনীপুরে, ‘দিদির ভাইদের অনুমতি লাগে না’, কটাক্ষ বিজেপির

মৃত্যুর জন্য বেহাল রাস্তাকেই দায়ি করে পথ অবরোধ করে স্থানীয়রা, দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর বিকেল ৫টা নাগাদ উঠেছিল অবরোধ। দিনের পর দিন কেটেছে কল্মীজোড়ের নাতাশার চিতার আঁচে আজ উত্তপ্ত ছাত্র সমাজ। এলাকার আশপাশের সড়বেড়িয়া বি সি রায় উচ্চ বিদ্যালয়,ব্রাহ্মনবসান উচ্চবিদ্যালয়ের মতো একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরেই ওই বেহাল রাস্তার কল্মীজোড়ে ওরা পথে নেমেছে,হাত পেতে অর্থ সংগ্রহ করছে।

আরও পড়ুন:- দোল উৎসবের দিন ঐতিহ্যবাহী রথযাত্রা পালন পূর্ব মেদিনীপুরে

Advertisement

আরও পড়ুন:- পাঁশকুড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দ্বিতল মাটির বাড়ি , মৃত ১

ওদের কাতর আবেদন পথ চলতি মানুষের কাছে, দয়া করে কয়েকটা টাকা দিন। খারাপ রাস্তায় পড়ে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচান। দাসপুর ১ ব্লক প্রশাসন থেকে মন্ত্রী শিউলি সাহা এ রাস্তার বেহাল দশা সবারই গোচরে,হাল ফেরেনি রাস্তার। ছাত্রছাত্রীদের এই অভিনব প্রতিবাদে মুগ্ধ স্থানীয়রা। তাঁরা জানাচ্ছেন দেখে কষ্ট লাগলেও নতুন প্রজন্ম যে পথে নেমে প্রতিবাদ করতে শিখে গেছে এটাই আনন্দের।

আরও পড়ুন:- মেদিনীপুর সদরে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি তথা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন” পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে বলব দ্রুত রাস্তার মেরামত করার জন্য। আর রাস্তা নিশ্চয়ই খারাপ যার জন্য বাচ্চারা রাস্তায় নেমেছে অর্থ সংগ্রহের জন্য। কিন্তু বাচ্চাদের রাস্তায় নামার কেউ এই ধরনের পরিকল্পনা দিয়ে থাকে সেটটিকে অতি নিন্দনীয় বলেন।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে দলের নির্দেশ না মেনে ভোটাভুটিতে পুরপ্রধান, রাজ্য নেতৃত্ব বহিষ্কার করতেই পদত্যাগ অদ্যুতের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Road Accident

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.